Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোর্টে গড়াচ্ছে জাতীয় ব্যাডমিন্টন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২২, ৯:৪৬ পিএম

দুই বছর পর রোববার ফের কোর্টে গড়াচ্ছে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের খেলা। সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্ট। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও শহীদ তাজ উদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়াম সংস্কারের কারণে মাঝের দুই বছর খেলা হয়নি। এবারের আসরে ৭১টি দলের ৩৭৭ জন শাটলার খেলবেন। যার মধ্যে ৩১৩ জন পুরুষ ও ৬৪ জন নারী খেলোয়াড় রয়েছেন। পাঁচ দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য কমিশনার ড. আবদুল মালেক উপস্থিত থাকবেন। গতকাল ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম সরদার বলেন, ‘নতুন সংস্কার হওয়া শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামের চারটি কোর্টে খেলা হবে। একটি কোর্ট ছেড়ে দিতে হচ্ছে টেবিল টেনিসের জন্য। কারণ তারা ইসলামি সলিডারিটি গেমসের জন্য অনুশীলন করছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাডমিন্টন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ