মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের পশ্চিমবঙ্গের বেলঘরিয়ার রথতলা এলাকার একটি অভিজাত আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক নারীর বাসা থেকে ২১ কোটি টাকা উদ্ধার করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (ইডি)।
আনন্দবাজার জানায়, গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িসহ মোট ১৩টি স্থানে অভিযান চালায়।
পরে সন্ধ্যায় টালিগঞ্জের অভিজাত আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালায় ইডির তদন্তকারীরা। ওই ফ্ল্যাটটি থেকে বস্তাবন্দি টাকা উদ্ধার করে ইডি। রাতভর টাকা গণনার পর সকালে ইডি জানায়, তারা ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকা উদ্ধার করেছে।
ওই ফ্ল্যাটটিতে অর্পিতা মুখোপাধ্যায় নামে একজন থাকতেন। তিনি আইনি পেশার সঙ্গে যুক্ত। তিনি রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলে দাবি করে ইডি।
ইডি আরও জানায়, দক্ষিণ কলকাতার বাসিন্দা অর্পিতা শহরের একটি বড় দুর্গাপুজার সঙ্গে যুক্ত। সেই পুজার সঙ্গে পার্থেরও সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। সেই পুজার একটি বিজ্ঞাপনেও অর্পিতা অভিনয় করেছেন।
ইডি দাবি করছে, অর্পিতা সব প্রশ্নের উত্তর দিলেও টাকার উৎস সম্পর্কে কোনো কিছু বলছেন না।
তবে উদ্ধার হওয়া অর্থের সঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতির সম্পর্ক থাকতে পারে বলে জানিয়েছেন ইডির কর্মকর্তারা।
অভিযানের শুরুতে অর্পিতার ফ্ল্যাট ইডির তালিকায় ছিল না। কিন্তু পরে নিজস্ব সূত্র থেকে খবর পেয়ে অর্পিতার ফ্ল্যাটে অভিযান চালায় ইডির কর্মকর্তারা।
অন্যদিকে, উদ্ধার হওয়া ২১ কোটি টাকার সঙ্গে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূলের সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সূত্র : আনন্দবাজার
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।