Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কে হচ্ছেন শ্রীলঙ্কার পরবর্তী প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২২, ৮:৫৫ এএম

শ্রীলঙ্কার পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে উঠেছে যে, দেশটির প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন মাহিন্দা রাজাপাকসে। তার স্থলাভিষিক্ত হয়েছিলেন রনিল বিক্রমাসিংহে।

পরবর্তীতে জনরোষের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে, যিনি মাহিন্দা রাজাপাকসের ভাই। এরপর দেশটির সংসদ ভোটের মাধ্যমেই রনিল বিক্রমাসিংহেকে প্রেসিডেন্ট নির্বাচিত করেন।

এমতাবস্থায় শ্রীলঙ্কার পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন- তা নিয়ে চলছে জল্পনা। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দীনেশ গুনবর্ধনেকে বেছে নিতে পারেন দেশটির বর্তমান ও নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার রনিল প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।
প্রেসিডেন্টের দফতরের ঘনিষ্ঠ এক সূত্রকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও ভারতীয় সংবাদ মাধ্যম ‘দ্য হিন্দু’সহ বিভিন্ন গণমাধ্যম এ খবর জানিয়েছে। দীনেশ শ্রীলঙ্কায় রাজাপাকসে পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

রনিল বিক্রমাসিংহে জানিয়েছেন, যতক্ষণ না বিরোধী দলগুলো সরকারকে সহযোগিতায় রাজি হচ্ছে ততক্ষণ পুরনো মন্ত্রিসভা নিয়েই তিনি কাজ চালাবেন। এরই মধ্যে বিক্রমাসিংহে দেশের অন্য রাজনৈতিক দলগুলোকে সরকারে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে বিরোধীদলগুলো এখনও এ ব্যাপারে কোনও আগ্রহ দেখায়নি।

বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাসা বৃহস্পতিবার অন্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বিক্রমাসিংহের সঙ্গে বৈঠকে মিলিত হন। পরে তিনি টুইটে করে জানান পার্লামেন্টে ঐকমত্য হওয়াই সবচেয়ে জরুরি।

তিনি লেখেন, ‘রাজনৈতিক সুযোগসন্ধানীদের মন্ত্রিত্ব বিলি করার চেয়ে জাতীয় ঐকমত্যে পৌঁছনোটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ।’ সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ