Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণ মামলায় চট্টগ্রামে ওয়াসা শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২২, ১০:৩৯ পিএম

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ওয়াসা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) ভোরে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

তিনি বলেন, বুধবার দিবাগত রাতে ৩০ বছর বয়সী এক নারী তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারীকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে জোরপূর্বক ধর্ষণ করেছে তাজুল। এমন অভিযোগে মামলা করেন ভুক্তভোগী নারী। তাজুল চট্টগ্রাম ওয়াসার (ড্রাইভার) শ্রমিক লীগের সেক্রেটারি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ