মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, রাশিয়া বা অন্য কোনো দেশকে আর ‘ব্ল্যাকমেইল' করার সুযোগ দেবে না জার্মানি৷ তিনি আরো বলেন, ইউক্রেনে হামলা বাড়ানোর কারণ হিসেবে রাশিয়া যা বলছে তা অযৌক্তিক৷
বুধবার জার্মানির হানোফার শহরে বার্তা সংস্থা ডয়চে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে চলমান ইউক্রেন যুদ্ধ, জার্মান-চীন সম্পর্কসহ নানা বিষয়ে কথা বলেন বেয়ারবক৷ তবে সাক্ষাৎকারের বড় অংশ জুড়েই ছিল ইউক্রেন যুদ্ধ আর রাশিয়া প্রসঙ্গ৷ এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক উদ্দেশ্য আর ডনবাস ও তার আশপাশের এলাকায় সীমাবদ্ধ নেই৷ তিনি বলেন, পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে যত হাই মোবিলিটি আর্টিলারি রকেট (এইচআইএমএআএস)-এর মতো দূর পাল্লার অস্ত্র দেবে, রাশিয়ার হামলার এলাকা তত বড় হবে৷
রাশিয়ার এই বক্তব্যকে ‘অজুহাত' হিসেবে বর্ণনা করে ডয়চে ভেলেকে বেয়ারবক বলেন, ‘প্রত্যেকবার রাশিয়া নতুন নতুন যুক্তি সামনে নিয়ে আসছে৷ এখন বলছে সামরিক সহায়তার কথা, অথচ তারা আগে থেকেই কিয়েভ এবং ইউক্রেনের অন্যান্য অংশের ওপর হামলা চালাচ্ছে৷’ গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের রাজধানী কিয়েভ ও তার আশপাশের এলাকায় হামলা শুরু করে রুশ বাহিনী৷ হামলা শুরুর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন বলেছিলেন, ইউক্রেনের সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করা এবং দেশটিকে ‘নাৎসিমুক্ত' করাই এ হামলার উদ্দেশ্য৷ তিনি আরো দাবি করেছিলেন, ইউক্রেনের কোনো অঞ্চল দখল করা রাশিয়ার উদ্দেশ্য নয়৷
আনালেনা বেয়ারবক বলেন, হামলার ব্যাপকতা বৃদ্ধির পক্ষে রাশিয়া যত ‘অজুহাত দেখাক', ইউক্রেন যুদ্ধ নিয়ে যত ‘প্রোপাগান্ডা'ই চালাক, জার্মানি তার অবস্থান থেকে সরবে না৷ ভবিষ্যতেও ইউক্রেনের পাশে থাকার আশ্বাস পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘‘শুধু সংহতি প্রকাশ করে বা রাশিয়া যে চরমভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে- এ কথা বারবার বলেই শুধু ইউক্রেনের পাশে থাকবে না জার্মানি, তারা যাতে নিজের দেশ, নিজেদের অঞ্চলকে রক্ষা করার চেষ্টা করতে পারে সে জন্য জার্মানি তাদের সামরিক সহায়তাও দিয়ে যাবে৷''
এর আগে ইউরোপীয় কমিশনও রাশিয়ার বিরুদ্ধে ব্ল্যাকমেইল করার অভিযোগ তোলে৷ বুধবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতি আগামী কয়েক মাসের মধ্যে প্রাকৃতিক গ্যাসের চাহিদা শতকরা ১৫ ভাগ কমানোর আহ্বানও জানায় ইউরোপীয় কমিশন৷
সাক্ষাৎকারে চীনের ওপর নির্ভরশীলতা কমানোর ওপরও জোর দিয়েছেন বেয়ারবক৷ এ প্রসঙ্গে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, ‘‘রাশিয়ার ওপর নির্ভরশীলতার কারণে যেমন হয়েছে, সেভাবে আর কেউ যাতে আমাদের ব্ল্যাকমেইল করতে না পারে, তা আমাদের নিশ্চিত করতে হবে৷ চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও এটাই মোদ্দা কথা- যেখানে একত্রে কাজ করা সম্ভব সেখানে তা-ই করা হবে, পাশাপাশি জটিল পরিকাঠামো এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ইউরোপের স্বাধীন, সার্বভৌম কৌশল প্রয়োগ করা হবে৷'' সূত্র: ডয়চে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।