মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রক্ষণাবেক্ষণের কাজে ১০ দিন বন্ধ থাকার পর ইউরোপে গ্যাস সরবরাহ প্রধান পাইপলাইন নর্ড স্ট্রিম পুনরায় চালু করেছে রাশিয়া বৃহস্পতিবার (২১ জুলাই) এই পাইপলাইনটি চালু করা হয় বলে জানিয়েছে পাইপলাইন পরিচালনাকারী কোম্পানি।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আজ বৃহস্পতিবার পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ ফের শুরু হওয়ায় মহাদেশটির অনেক দেশের সরকারের ‘ঘুম হারাম’ অবস্থার অবসান হয়েছে।
ইউক্রেইন যুদ্ধ ঘিরে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর ওপর যে ব্যাপক নিষেধাজ্ঞা দিয়েছে, তার পাল্টায় রাশিয়া ইউরোপের দেশগুলোতে গ্যাস বন্ধ করে দিতে পারে বলে গুঞ্জণ রয়েছে।
যার প্রেক্ষিতে ইউরোপীয় কমিশন রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করলে আগামী সাত মাসের মধ্যে গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমানোর আহ্বান জানিয়েছিল ।
রাশিয়া গত বছর ইউরোপকে তার প্রাকৃতিক গ্যাসের ৪০ মতাংশ সরবরাহ করেছিল।
জার্মানি ২০২০ সালে ইউরোপের বৃহত্তম গ্যাস আমদানিকারক ছিল। যুদ্ধের কারণে রাশিয়ান গ্যাসের ওপর নির্ভরতা ৫৫% থেকে ৩৫% কমিয়েছে দেশটি। তবে জার্মানি সম্পূর্ণরূপে রাশিয়া থেকে গ্যাস ব্যবহার বন্ধ করতে চায়। সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।