Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে ফেঞ্চুগঞ্জে এক দোকান কর্মচারী খুন, গ্রেফতার ৫

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২২, ১১:১৪ এএম

সিলেটের ফেঞ্চুগঞ্জ খুন হয়েছেন এক দোকান কর্মচারী। সুবল বিশ্বাস (৩৮) নামের ওই কর্মচারী উপজেলার ঘিলাছড়ার মোকামবাজারে নিশী বাবু নামক ব্যক্তি ছিলেন দোকানের কর্মচারী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দোকানেই এই হত্যাকান্ড ঘটে। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাফায়েত হোসেনের নেতৃত্বে অভিযানে নামে পুলিশের একটি দল। তাদের অভিযানে গ্রেফতার করা হয় ৫ জনকে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- ঘিলাছড়ার ইউনিয়নের পূর্ব যুধিষ্ঠিপুর গ্রামের মজম্মিল আলীর পূত্র আতিক (২৫), একই গ্রামের রহমত আলীর পূত্র জিপু (২১), মধ্য যুধিষ্ঠিপুরের কামাল মিয়ার পূত্র জুবেল (১৭), মৌলভীবাজার জেলার বড়লেখা গ্রামের মৃত দছির আলীর পূত্র শাকিল (১৯) ও মিয়াধন মিয়ার পূত্র সুমন আহমেদ (২২)। ফেঞ্চুগঞ্জ থানার এসআই আশরাফুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রেফতারকৃতরা দোকান চুরি করতে গিয়ে সুবল বিশ্বাসকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। গ্রেফতারকৃত আতিক হত্যাকান্ডের হোতা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বলেন, ‘খবর পেয়েই ওসি স্যারের নেতৃত্বে আমরা ঘিলাছড়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করি। আসামিদের আরো জিজ্ঞাসাবাদ করে আর কেউ জড়িত কিনা ও প্রয়োজনীয় তথ্য উদ্ধারের চেষ্টা করা হবে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।’ এদিকে, ময়নাতদন্তের জন্য নিহত সুবল বিশ্বাসের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ