Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রাস্তার দুই পাশে সারি সারি তালগাছ

মাসুম শাহরিয়ার | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

এক সময় এদেশের প্রায় প্রতিটি গ্রামেই দেখা মিলতো তাল গাছের। কিন্তু আজ সেটিও বিলুপ্তের পথে। বাড়তি মানুষের বসবাসের চাহিদা পূরণ ছাড়াও বিভিন্ন কারণে আমরা প্রতিনিয়ত পরিবেশের পরম বন্ধু তাল গাছ কেটে ফেলা হচ্ছে। আশার কথা হচ্ছে, এই তাল গাছ রক্ষায় কুষ্টিয়ার কুমারখালি উপজেলার ৯ চাঁদপুরের ইউনিয়নের কাঞ্চনপুর যুব সমাজ কর্তৃক কয়েক বছর পূর্বে গড়ের বাড়ি কাঞ্চনপুর জিকে ক্যানাল হতে নিয়ামত বাড়ি সীমান্ত পর্যন্ত গলাকাটা মাঠের রাস্তার উভয় পাশে ৫০০টি তালগাছ ও অন্যান্য বনজ-ফলদ বৃক্ষ রোপণ করা হয়। সেগুলো বড় হয়ে রাস্তার দুই পাশে শোভা ছড়াচ্ছে, যা দেখতে প্রতিনিয়ত ভিড় জমান দর্শনার্থীরা। এছাড়াও রাস্তার পাশে স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে নির্মাণ হয়েছে বসার জন্য বেঞ্চ। এই বিষয়ে একজন দর্শনার্থী বলেন, সত্যি প্রকৃতির সৌন্দর্য অপরূপ রাস্তার দুই পাশে তাল গাছের সাড়ি ও নানা ধরনের ফলদ এবং বনজ বৃক্ষ মনকে সহজেই নাড়া দেয়।

শিক্ষার্থী, ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন