Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জ্বরে সতর্কতা

আফিয়া সুলতানা একা | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

একদিকে করোনা মহামারীর প্রাদুর্ভাব, অন্যদিকে ঋতু পরিবর্তন ও বর্ষায় মৌসুমী জ্বর ও ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে সারাদেশেই। তাই জ্বর হলে প্রাথমিকভাবে নির্ণয় করা কষ্টকর হয়ে পড়ে করোনা, মৌসুমী জ্বর নাকি ডেঙ্গু জ্বর। সে কারণেই জ্বর হলে ডাক্তারের পরামর্শ ব্যতীত এন্টিবায়োটিক খাওয়া যাবে না। জ্বর ৩-৪ দিনের মধ্যে না কমলে ডাক্তারের পরামর্শে কী জ্বর তার নির্ণয় করে চিকিৎসা নিতে হবে। সারাদেশেই গরম আবহাওয়া বিরাজ করছে। সেই সাথে বাড়ছে জ্বর ও সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা। পরিবারের একজন আক্রান্ত হলে পরিবারের অন্যরাও আক্রান্ত হচ্ছে। চিকিৎসকরা বলছেন, এটি এক ধরনের গরমজনিত ভাইরাস জ্বর। এই জ্বরে আক্রান্ত কেউ বাড়িতে আসলেও অন্যরা আক্রান্ত হতে পারে। চিকিৎসকরা বলছেন, হাসপাতালে আসা নতুন রোগীর ৭০ শতাংশ জ্বরে আক্রান্ত রোগী। রোগীদের মধ্যে শিশু ও বৃদ্ধের আক্রান্ত সংখ্যা বেশি। এ ক্ষেত্রে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। মৌসুমী জ্বরে আক্রান্ত রোগীর ভিন্নঘরে পরিচর্যা নিতে হবে। যথাসম্ভব রোদে বের হওয়া যাবে না। বের হলে ছাতা ব্যবহার করতে হবে। রোদে যেন পানি শূন্যতা না হয় তাই ডাবের পানি, স্যালাইন, শরবত ইত্যাদি পান করতে হবে। জ্বর সারাতে ভিটামিন সি আছে এমন কিছু ফল যেমন জাম্বুরা, কমলা ,আমড়া, লেবু ইত্যাদি খাওয়া যেতে পারে। বৃষ্টিতে ভেজা এড়াতে হবে। ম্যালেরিয়া বা ডেঙ্গু আক্রান্ত হওয়ার আশঙ্কা এড়াতে মশা নিরোধক ব্যবহার করতে হবে। করোনা প্রতিরোধেও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে হবে।

পূর্বধলা, নেত্রকোণা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন