বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সরকার আদম আলী, নরসিংদী থেকে : গতকাল রবিবার আমবয়ান ও আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে শিবপুরের কারারচরে আয়োজিত তিনদিনব্যাপী নরসিংদী জেলা ইজতেমা। বিশ্ব মুসলিমের সুখ শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ব কামনা করে দোয়া পরিচালনা করেছেন, কাকরাইলের মুরুব্বি মাওলানা রবিউল হক। এর আগে সকালে বয়ান পেশকালে মুরুব্বি মাওলানা আশরাফ আলী বলেন, আল্লাহর দেয়া জান, মাল ও সময় আল্লাহর রাস্তায় ব্যয় করাই হচ্ছে ঈমানে দাবি। আর এই আমলিয়াতই ¯্রষ্টা ও বান্ধার মধ্যে সম্পর্ক মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করে। যারা ঈমানের দাওয়াত দিবে আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতের আজাব, গজব থেকে রক্ষা করবেন। দাওয়াত ও দোয়ার মাধ্যমে দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এই দাওয়াতের ধারা অব্যাহত রাখতে হবে। এদিকে আখেরি মোনাজাতকে সামনে রেখে গত শনিবার দুপুরের পর থেকে ইজতেমা এলাকায় মানুষের ঢল নামে। জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ ইজতেমা এলাকায় সমবেত হতে থাকে। গতকাল রবিবার সকাল নাগাদ ইজতেমা প্যান্ডেল ও আশে পাশের এলাকায় লোকে লোকারণ্য হয়ে যায়। নরসিংদী জেলা শহরের দোকান পাট, অফিস আদালত, স্কুল কলেজ, শিল্প-কারখানার শ্রমিক কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাদের পেশাগত কাজ সাময়িক বন্ধ রেখে ছুটে যান ইজতেমা ময়দানে। স্বতঃস্ফূর্ত লোকজনের ভীড়ে ঢাকা-সিলেট মহাসড়কে বিশাল যানজটের সৃষ্টি হয়। সকালে টানা বয়ান শেষে বেলা ১১টায় মোনাজাত শুরু হয়। মুহূর্তের মধ্যে কোলাহলপূর্ণ ইজতেমা ময়দান নিরব-নিস্তব্দ হয়ে যায়। ইজতেমা এলাকা সহ আশেপাশের এলাকায় সকল শ্রেণি পেশার মানুষ যে যেখানে ছিল, সেখানেই দাঁড়িয়ে বসে দু’টি হাত বাড়িয়ে দেন মহান আল্লাহর দরবারে। কান্নায় ভেঙে পড়ে মানুষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।