Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বৈশ্বিক নীতিমালা ভঙ্গকারী দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর হুঁশিয়ারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২২, ১২:০২ এএম

আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার অবমাননাকারী বা বৈশ্বিক নীতিমালা ভঙ্গকারী দেশগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। মার্কিন অর্থমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক একাগ্রতাকে অস্ত্র বানিয়ে ফেলেছে রাশিয়া।’ এ সময় তিনি প্রতিশ্রুতিশীল সব দেশকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ১১ দিনের সফরের শেষ দিনে আজ মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় অবস্থানকালে দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রীর সাথে আলোচনা শেষে কথা বলেন মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। এ সময় তিনি সিওলের সাথে ওয়াশিংটনের বাণিজ্যবৃদ্ধির আশ্বাস দেন। চীনের ওপর নির্ভরশীলতা কমানো নিয়েও কথা বলেন মার্কিন অর্থমন্ত্রী। তবে তিনি এ-ও বলেন, ‘বাণিজ্য ক্ষেত্রে চীনের ওপর নির্ভরশীলতা কমানো মানে এই নয় যে, দেশটির সাথে শত্রæতা বাড়ানো।’ রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন