Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমান্তে ১৯ ভারতীয় শ্রমিক নিখোঁজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২২, ১২:০২ এএম

ভারত-চীন সীমান্তবর্তী এলাকা থেকে ১৯ ভারতীয় শ্রমিক নিখোঁজ হয়েছেন। সীমান্ত এলাকায় রাস্তা তৈরির কাজে নিযুক্ত এসব শ্রমিক দুই সপ্তাহ আগে নিখোঁজ হন। ইতোমধ্যেই নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশের চীন সীমান্তবর্তী কুরুং কুমে জেলা থেকে ১৯ ভারতীয় শ্রমিক নিখোঁজ হয়েছেন। গত ৫ জুলাই সেখানকার দামিন সার্কেলের কাছে নির্মাণ কাজ চালানোর সময় নিখোঁজ হন তারা। দুই সপ্তাহ পার হলেও এখনও খোঁজ মেলেনি তাদের। অবশ্য তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। এদিকে আরেক ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নিখোঁজদের মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বাকি ১৮ জন নিখোঁজ রয়েছেন। তবে এনডিটিভি বলছে, কুমে নদীতে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধারের বিষয়ে অসমর্থিত সূত্রে খবর পাওয়া গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই তথ্যের সত্যতা যাচাই করার জন্য ঘটনাস্থলে দল পাঠানো হয়েছে। এনডিটিভি আরও জানিয়েছে, ১৯ জন সড়ক নির্মাণ শ্রমিকের একটি দল নিখোঁজের খবর সামনে আসার পর অরুণাচল প্রদেশের প্রত্যন্ত কুরুং কুমে জেলায় একটি অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে। এই এলাকাটি চীনের সাথে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) থেকে খুব বেশি দূরে নয়। এছাড়া এই অঞ্চলটি অরুণাচলের রাজধানী ইটানগর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। সংবাদমাধ্যম বলছে, নিখোঁজ ওই ১৯ জন শ্রমিক অরুণাচল প্রদেশে রাস্তা তৈরির কাজ করতে আসাম থেকে গিয়েছিলেন। দামিন সার্কেলে বর্ডার রোড অর্গানাইজেশনের (বিআরও) রাস্তা নির্মাণের কাজে এসেছিলেন তারা। গত সপ্তাহে ঈদুল আযহা উপলক্ষে আসামে বাড়ি যাওয়ার জন্য ছুটি চেয়েছিলেন শ্রমিকরা। কিন্তু তাদের ছুটি দিতে রাজি হননি কনট্রাক্টর। আর এরপরই গত ৫ জুলাই ক্যাম্প থেকে শ্রমিকরা পালিয়ে যান বলে অভিযোগ কনট্রাক্টরের। অবশ্য ৫ জুলাই থেকে তাদের খোঁজ না পাওয়া গেলেও গত ১৩ জুলাই স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ জানানো হয়। তবে ১৯ জনের মধ্যে এক শ্রমিকের মৃতদেহ কুমে নদী থেকে উদ্ধার হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় খবর পাওয়া যাচ্ছে। অবশ্য এই বিষয়ে কেউ নিশ্চিত করতে পারেননি। পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করতে পুলিশের দল পাঠানো হয়েছে। এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন