পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
বর্তমান যুগে কিছু কিছু মানুষদের চিন্তাভাবনা এতোটাই সংকীর্ণ বা নীচু যে, তারা কখনোই নিজেদের অপরাধ, ভুল-ত্রæটি স্বীকার করতে চায় না। সবসময় নিজেদেরকেই সর্বেশ্বর মনে করে, যার জন্য সমাজের সাধারণ মানুষেরা নিজেদের ন্যায্য অধিকারটুকু পায় না। বরং তারা প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা সবসময়ই হেয় প্রতিপন্ন হয়। এতে করে সামাজিক যে বন্ধন তা লোপ পেতে থাকে। এর মূল কারণ হলো মানুষদের কোমল চিন্তাভাবনার অভাব। এমনো দেখা যায় যে, যেসব মানুষ সমাজপ্রধানদের মন যুগিয়ে চলতে পারচ্ছে না, তারা রীতিমতো হেয় প্রতিপন্ন হচ্ছে এবং তাদেরকে একঘরে করে দেওয়াও পর্যন্ত হচ্ছে। সমাজের এইসব মানুষদের বদলানোর আগে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, তাহলেই সমাজের অসহায় লোকগুলো তাদের ন্যায্য অধিকার নিয়ে সমাজে বসবাস করতে পারবে। তাই আসুন, আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা সবাই নিজেদের দৃষ্টিভঙ্গি বদলাবো। তাহলেই আমাদের সমাজ বদলাবে।
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।