বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আজ সোমবার, সুমন কুমার মহন্তের নেতৃত্বে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ১ জন, সাজা পরোয়ানাভূক্ত আসামি-১৭ জন, অন্যান্য পরোয়ানাভূক্ত ২০ জন আসামি গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, তার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে মুকুন্দপুর ইউনিয়নের পারগোবিন্দপুর এলাকা হতে টিভিএস মোটরসাইকেল সহ মাদক চোরাকারবারী রাসেল মিয়া (৩২), পিতা-নূর মোহাম্মদ, হুমায়ন কবির ওরফে স্বপন (২৮), পিতা- মৃত সাখওয়াত হোসেন, খানপুর ইউনিয়নের ধানজুড়ী এলাকা হতে সিআর ৮৫/২২ এর গ্রেফতারী পরোয়ানামূলে আসামী শ্রী কার্তিক চন্দ্র, পিতা শ্রী গনেশ চন্দ্র, , প্রফুল্ল সরকার, শ্রী নির্মল চন্দ্র সরকার, পিতা- তরনী কান্ত সরকার, শ্রী হরেন চন্দ্র সরকার, পিতা মৃত রমনী কান্ত সরকার, কৃষ্ণ চন্দ্র সরকার, পিতা- মৃত তরনী কান্ত সরকার, শ্রী কান্দ সরকার, পিতা-কিশোরী সরকার সর্ব সাং-কালী শহর ধানঝুরি, বিরামপুর পৌরসভার কৃষ্টচাঁদপুর এলাকা হতে জি আর ৩৫৭/২১ (বিরামপুর) এর গ্রেফতারী পরোয়ানামূলে আসামি আনোয়ার হোসেন, পিতা- রইচ উদ্দিন, নাজমুল হোসেন, পিতা-মিনাজুল ইসলাম, মোছা: মর্জিনা বেগম, স্বামী-শহিদুল ইসলাম, মোছা: তছলিমা বেগম, স্বামী-আব্দুল কুদ্দুছ, মোছা:মাছুরা বেগম, স্বামী- মিষ্টার আলী, মোাছা: চায়না বেগম, স্বামী- বাবুল হোসেন, শহিদুল ইসলাম, পিতা-নইম উদ্দিন, ইব্রাহীম, পিতা-ইদ্রিস আলী, বাবুল হোসেন, পিতা- আব্দুল হক, সর্ব সাং কৃষ্টচাদপুর, বিরামপুর পৌরসভার মোঃ আরজান হোসেন, পিতা- মোঃ জিন্নাত আলী, সাং- ভবানীপুর, জিআর নং ১২/২০০০ এর সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা মূলে আসামি মনতাজুর, পিতা- সামসুল হক, সাং- ভেটাই, কে গ্রেফতারকৃত আসামিদেরকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।