Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরামপুরে একসঙ্গে ৩ সন্তানের জন্ম, নাম রাখলেন স্বপ্ন-পদ্মা-সেতু!!

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২২, ৪:৫১ পিএম | আপডেট : ৪:৫২ পিএম, ১৮ জুলাই, ২০২২

বিরামপুরের একটি ক্লিনিকে একসাথে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি মা! মা ও নবজাতকরা ভালো রয়েছে। ৩ নবজাতকে এ দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

প্রসূতির পরিবার সূত্রে জানা যায়, বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের টেগরা তকিপুর গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী সাদিনা বেগম (৩২) ডেলিভারি করানোর জন্য বিরামপুরের এমারউদ্দিন কমিউনিটি ক্লিনিকে ভর্তি করে। নরমাল ডেলিভারিতে ওই প্রসূতির তিন কন্যা সন্তান প্রসাব করে জানা যায় । একসঙ্গে তিন সন্তান জন্ম হওয়ায় শিশুদের পিতা খুশি হয়ে নাম রেখেছেন স্বপ্ন, পদ্মা, ও সেতু।

এমারউদ্দিন কমিটি ক্লিনিক ও হাসপাতালের পরিচালক ডাঃ এমারউদ্দিন কায়েস জানান, আজ সোমবার ক্যাচকেও উক্ত প্রসূতি নরমাল ডেলিভারির মাধ্যমে তিন কন্যা সন্তান প্রসব করে। আরো জানান ৩ নবজাতক ও মা সুস্থ রয়েছে। তিনি আরো জানান

নবজাতক শিশুগুলোর উন্নত চেকআপের জন্য দিনাজপুরে এম রহিম মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ