Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় একসঙ্গে ৫ সন্তানের জন্ম

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে : | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া খাতুন নামের এক গৃহবধূ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে প্রথমবারের মতো একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন ওই গৃহবধূ। এর মধ্যে চার মেয়ে এবং এক ছেলে। সাদিয়া খাতুন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের কলেজপাড়া এলাকার সোহেল রানার স্ত্রী। সোহেল রানা একই এলাকার সামাদ আলীর ছেলে। হাসপাতাল সূত্রে জানা যায়, গর্ভধারণের মাত্র পাঁচ-ছয় মাসের মাথায় সাদিয়া খাতুন সন্তান প্রসব করেছেন।

নবজাতকদের ছোট ফুফু রাবেয়া জানান, গত সোমবার রাত ১০টার দিকে তারা সাদিয়া খাতুনকে নিয়ে হাসপাতালে আসেন। পরে মঙ্গলবার সকালে নরমাল ডেলিভারির মাধ্যমে সাদিয়া পাঁচ সন্তানের জন্ম দেন। একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম হওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে চরম আনন্দ দেখা দিয়েছে। তবে শিশুদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলায় পরিবারের সদস্যরা কিছুটা চিন্তিত।

পাঁচ নবজাতকের বাবা সোহেল রানা জানান, পাঁচ বছর আগে ২০১৬ সালে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে সাদিয়া খাতুনকে তিনি বিয়ে করেন। একসঙ্গে পাঁচ সন্তান জন্ম নেওয়ায় তারা খুব খুশি। সোহেল বলেন, আমার স্ত্রী বর্তমানে সুস্থ আছে। কিন্তু শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে কম হওয়ায় তাদের ঢাকায় নিয়ে যেতে বলায় কিছুটা চিন্তিত। শিশুদের অক্সিজেন চলছে।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশরাফুল আলম জানান, সাদিয়া নামের এক গৃহবধূ পাঁচটি সন্তানের জন্ম দিয়েছেন। তবে মা সুস্থ থাকলেও শিশুদের অবস্থা সঙ্কটপূর্ণ। পাঁচ নবজাতককে নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। প্রি-ম্যাচিউর জন্ম হওয়ায় তাদের ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম। সর্বনিম্ন ৪৩০ গ্রাম থেকে সর্বোচ্চ ৬৫০ গ্রাম ওজন। শিশুদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, কুষ্টিয়া হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে পাঁচ শিশু জন্মদানের এটি একটি বিরল ঘটনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একসঙ্গে ৫ সন্তানের জন্ম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ