Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার খাবারও ফুরিয়ে আসছে শ্রীলঙ্কার সুপার মার্কেটগুলোতে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ১১:৪৮ এএম

শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক সঙ্কট আরও খারাপ হতে শুরু করেছে। ফল সরূপ রাজধানী কলম্বোর সুপার মার্কেটগুলোতে খাবারসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দ্রুত ফুরিয়ে আসছে। খবর এনডিটিভির।
অর্থনৈতিক সঙ্কটে নিমজ্জিত শ্রীলঙ্কার জনগণ দিনের পর দিন পেট্রোল, দুধ, রান্নার গ্যাস, কেরোসিনসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য লাইনে দাঁড়াচ্ছেন। জাতিসংঘ জানিয়েছে এই মুহুর্তে প্রায় ৫.৭ মিলিয়ন শ্রীলঙ্কানদের মানবিক সহায়তার প্রয়োজন।
রাজধানী কলম্বোর বেশিরভাগ সুপার মার্কেটগুলোর সেলফ প্রায় খালি হওয়ার পথে। বিশেষ করে ডিম ও রুটির সরবরাহ একদমই নেই।
কলম্বোর স্থানীয় এক বাসিন্দা নুয়ান জানান, খাবারের দাম অনেক বেশি বেড়ে গেছে। চলতি বছরের মে মাসের পর থেকে সাধারণ খাবারের দাম আকাশ ছোঁয়া। জ্বালানি শুরু করে যাতায়াত খরচ সব কিছুর খরচ অত্যধিক বৃদ্ধি পেয়েছে।
গত কয়েকদিনের অনিশ্চয়তার পর শ্রীলঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে বৃহস্পতিবার পদত্যাগ পত্র জমা দেন। গণ আন্দোলন থেকে বাঁচতে তিনি মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে পালিয়ে যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ