Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ এসএসসি’র নতুন তারিখ ঘোষণা হতে পারে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ১১:১৭ এএম

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমানের পরীক্ষার নতুন তারিখ সম্ভবত আজ রোববার ঘোষণা করা হবে।
এদিন দুপুর ১টায় শিক্ষামন্ত্রী দীপু মনি এই বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের।
দেশে বন্যা পরিস্থিতির কারণে গত ১৯ জুন থেকে সব শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
এর আগে, মহামারি করোনভাইরাসের কারণে এটি প্রায় চার মাস পিছিয়েছিল। সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়।
গত ৬ জুলাই দীপু মনি বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নতুন বই দেয়া হবে।
তিনি বলেন, বই বিতরণ শেষ হলে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করতে একটু সময় দিতে হবে।
মন্ত্রী বলেন, বন্যা দুর্গত শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক হস্তান্তরের পরই সরকার স্থগিত এসএসসি পরীক্ষার আয়োজন করবে। সূত্র : ইউএনবি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসএসসি

২০ ফেব্রুয়ারি, ২০২৩
৩০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ