মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুরেও বিক্ষোভের মুখে পড়েছেন। বিক্ষোভকারীরা সিঙ্গাপুরে তার ব্যাংক অ্যাকাউন্ট প্রকাশ করার দাবি জানিয়েছেন।
শনিবার সিঙ্গাপুরের হং লিম পার্কে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা তাকে আশ্রয় দেয়ার জন্য সরকারের সমালোচনা করেন। তারা বলেন, তিনি অবাঞ্ছিত লোক। তার রাজনৈতিক অপকর্ম প্রকাশ পেয়েছে। তিনি সাধারণ কোনো শ্রীলঙ্কান নন। তাকে কেন এখানে আশ্রয় দেয়া হয়েছে?
উল্লেখ্য, গোতাবায়া শ্রীলঙ্কা থেকে পালিয়ে প্রথমে মালদ্বীপ গিয়েছিলেন। সেখান থেকে তিনি সিঙ্গাপুর যান। তিনি প্রেসিডেন্ট হিসেবেই সিঙ্গাপুর গিয়েছিলেন। সেখানে তিনি পদত্যাগ করেন। সিঙ্গাপুর কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি সেখানে আশ্রয় চাননি। ফলে তাকে সেখান থেকে সরে যেতে হবে।
সূত্র : কলম্বো গ্যাজেট
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।