Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোতাবায়েকে আশ্রয় দিল না ভারত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২২, ১২:৪৯ পিএম

বিদেশে পালিয়েও নিরাপদে থাকতে পারছেন না শ্রীলঙ্কার সদ্য সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এই মুহূর্তে সিঙ্গাপুরে আশ্রয় নিয়েছেন তিনি। যদিও রাজাপাকসেকে খুব বেশি দিন আশ্রয় দিতে রাজি নয় সিঙ্গাপুর সরকার। সিঙ্গাপুর থেকে তাকে অন্য কোথাও চলে যেতে হবে।

সূত্রের খবর, আশ্রয় চেয়ে ভারত সরকারের সাথেও যোগাযোগ করেছিলেন রাজাপাকসে। কিন্তু তার এই অনুরোধ ফিরিয়ে দিয়েছে ভারত। ওই সূত্রের মতে, শ্রীলঙ্কার মানুষের মধ্যে বিরূপ মনোভাব তৈরি হয়, এমন কিছু করতে রাজি নয় নয়াদিল্লি।

৭৩ বছর বয়সী রাজাপাকসে গত বুধবার প্রথমে স্ত্রীকে নিয়ে মালদ্বীপে গিয়ে আশ্রয় নেন। সেখান থেকে সিঙ্গাপুরে পৌঁছন তিনি। কিন্তু সিঙ্গাপুর প্রশাসনের পক্ষ থেকে তাকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে, ১৫ দিনের বেশি তিনি সে দেশে থাকার অনুমতি পাবেন না। ফলে ১৫ দিন পরে রাজাপাকসে কী করেন, সেটাই এখন দেখার।

শুক্রবারই শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেন রাজাপাকসে। তার ইস্তফার দাবিতে উত্তাল হয়ে উঠেছিল অর্থনৈতিক সঙ্কটে জেরবার শ্রীলঙ্কা। প্রাণভয়ে পালানোর পর প্রেসিডেন্টের প্রাসাদেরও দখল নেয় ক্ষুব্ধ জনতা।

সিঙ্গাপুরের সরকারের মুখপাত্র অবশ্য জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগত সফরেই সে দেশে পৌঁছেছেন রাজাপাকসে। তিনি সিঙ্গাপুর সরকারের কাছে আশ্রয়ও চাননি বলে ওই মুখপাত্রের দাবি। শনিবার ফের শ্রীলঙ্কার পার্লামেন্ট বসার কথা। দেশের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দু' জনেই ইস্তফা দিলে পার্লামেন্টের স্পিকার ৩০ দিনের জন্য অন্তর্র্বতী প্রেসিডেন্ট হিসেবে কাজ চালাবেন। এই ৩০ দিনের মধ্যে পার্লামেন্টের বর্তমান সদস্যদের মধ্যে থেকে নতুন প্রেসিডেন্টকে বেছে নেয়া হবে। সূত্র : নিউজ ১৮



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ