Inqilab Logo

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পাঠাগার চাই

| প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

একটি বই একশটি বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমানÑ এটা এপিজে আবুল কালাম আজাদের করা একটি বিখ্যাত উক্তি। একইভাবে মাইকেল এম্ব্রি বলেছেন, ‘ধন-সম্পদ খুঁজতে আমাকে খুব দূরে যেতে হয় না, প্রতিদিন যখন আমি লাইব্রেরিতে যাই তখন আমি সেখানে অনন্য সব ধন খুঁজে পাই।’ এক কথায় লাইব্রেরি হলো জ্ঞানের ধন-ভান্ডার। যেখানে প্রতিদিন জ্ঞান পিপাসু মানুষদের সমাগম ঘটে। এটা এমনই একটি প্রতিষ্ঠান যেখানে জ্ঞান অন্বেষণকারীরা উপযুক্ত পরিবেশে নিজেদের রুচি অভ্যাস এবং পছন্দমত বই পড়ার পূর্ণ স্বাধীনতা পায়। বিশ্ব যখন জ্ঞান অস্ত্রকে মুখ্য হিসেবে দেখছে, তখনই প্রতিষ্ঠিত হয়েছে আমাদের গ্রামের এক ক্ষুদ্র জ্ঞান ভান্ডার ‘মহৎপুর পাবলিক লাইব্রেরি’। এটি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মহৎপুর গ্রামে অবস্থিত। এখানে রয়েছে পড়াশোনা করার এক মনোরম পরিবেশ। এখানে ৭৫০ এর অধিক বই রয়েছে। যার মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের জীবনী, বাংলা অভিধান, বাংলা সাহিত্য সম্ভার এবং ইসলামিক বই সহ নানা জ্ঞান ও বিনোদনের পুস্তক পুস্তিকা। এখানে রয়েছে দৈনিক পত্রিকা পাঠের সুযোগ। একসাথে ২০ জনের অধিক মানুষ একসাথে বসে বই পড়তে পারে। লাইব্রেরি পাঠক ফরম পূরণের মাধ্যমে যে কেউ হয়ে যেতে পারে এর একজন সদস্য। ২০২২ সালের ২রা মে আমাদের লাইব্রেরিটার শুভ উদ্বোধন ঘটে। সেখান থেকে সুশৃংখলভাবে এর কার্যক্রম চলে আসছে। পাঠকদের কষ্ট লাঘবে এখানে সুপেয় পানির ব্যবস্থা রয়েছে। লাইব্রেরি এমন একটি সম্পদ যেখানে প্রবেশ করলেও একজন মানুষ অনেক কিছু আত্মস্থ করতে পারে। লাইব্রেরি মানুষকে স্বাধীনচেতা করে তোলে। এটা মানুষকে আহবান করে, জ্ঞানের সন্ধানে এসো, আর ফিরে যাও দেশ সাজাতে। এটি মানুষকে উন্মুক্ত একটা জীবন উপহার দেয়। অতএব লাইব্রেরির গুরুত্ব বলে বা লিখে শেষ করা যাবে না। লাইব্রেরি প্রত্যেকটি গ্রামে গ্রামে হওয়া উচিত যেটা সময়ের দাবি। এভাবে আমরা সবাই মিলে একটি সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে পারি।
তাজুল ইসলাম তাসিন
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন