পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
দেশজুড়ে চলমান অপ্রত্যাশিত লোডশেডিং। এর জন্য দায়ী কারণগুলোর মধ্যে অন্যতম হলো অবৈধভাবে চলাচলরত ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশা ও ভ্যান। গ্রাম থেকে শহরে প্রতিনিয়ত প্রশাসনের অনুমতির বাইরে ও চোখ ফাঁকি দিয়ে চলছে এই অনিয়ন্ত্রিত যানবাহনগুলো। বাহনগুলোর ব্যাটারিতে প্রতিনিয়ত চার্জ দিতে হয় বলে ৬৪ জেলায় বিদ্যুৎ চাহিদায় ব্যাঘাত ঘটিয়ে আসছে। কায়িক শ্রম ব্যতীত চালনা করা, কৃষক পণ্যে ন্যায্য মূল্য না পেয়ে বিকল্প জীবিকার উৎস হিসেবে ইজিবাইক ও ব্যাটারিচালিত যানকে বেছে নিচ্ছেন অনেকে। যদি এভাবে অবৈধ বিদ্যুৎ অপচয়কারী যানের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে নিকট ভবিষ্যতে প্রকট বিদ্যুতের আরো ঘাটতি দেখা দিতে পারে। যথাযথ কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করছি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহের জন্য অবৈধভাবে ব্যাটারিচালিত যান চলাচল নিয়ন্ত্রণ ও পরবর্তীতে বন্ধ করতে যেন জোরালো পদক্ষেপ নেওয়া হয়।
সিফাত রাব্বানী
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।