Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সিংড়ায় কুপিয়ে জখম, গ্রেফতার-২

সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২২, ৪:১১ পিএম

নাটোরের সিংড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. আশিক (২৫) নামের এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় মো. আশরাফ আলী (৬০) ও তাঁর ছেলে মো. আরিফ (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত মঙ্গলবার হাসুয়া- লোহার রড ও ধারালো দা নিয়ে মো. আশিকের উপর হামলা করেন মো. আরিফ ও তাঁর পিতা মো. আশরাফ আলী, মো. জাফরুল ও আরিফের স্ত্রী মোছাঃ মাহফুজা খাতুন। এসময় আশিকের মাথা কেটে যায়, বুক ও বাম হাতের কুনইয়ের উপর আঘাত লাগে। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় আশিকের চাচা মো. সিদ্দিকুর রহমান ৪ জনকে অভিযুক্ত করে সিংড়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ মো. আরিফ ও তাঁর পিতা মো. আশরাফ আলীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। সিংড়া থানার অফিসার ইনচার্জ ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় মামলা দায়ের হলে দ’ুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ