Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদত্যাগ

দখলিত ভবন ছেড়ে গেছে বিক্ষোভকারীরা : সঙ্কট এড়াতে দ্বীপরাষ্ট্রের স্বার্থে কাজ করার আহ্বান চীনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকারের কার্যালয় জানিয়েছে, সিঙ্গাপুরে দেশটির দূতাবাসের মাধ্যমে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের চিঠি তিনি পেয়েছেন। স্পিকারের মুখপাত্র বলেছেন, ‘নথির যথার্থতা যাচাই এবং সব আইনি প্রয়োজনীয়তা পূরণ করার পর মাহিদা ইয়াপা আবেবর্ধনে শুক্রবার একটি আনুষ্ঠানিক ঘোষণা দেবেন’।
এদিকে মালদ্বীপের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ এক টুইট বার্তায় বলেছেন, রাজাপাকসে পদত্যাগ করেছেন।
এদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে গতকাল গভীর রাতে দেশটির সংসদের স্পিকারের কাছে পদত্যাগের একটি চিঠি ইমেল করেছেন বলে বিষয়টির সাথে পরিচিত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে। সূত্রটি যোগ করেছে, রাজাপাকসে সিঙ্গাপুরে আসার পরপরই পাঠানো চিঠিটি ইমেল আকারে গ্রহণ করা হবে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
সিঙ্গাপুরে রাজাপাকসের আশ্রয়ের অনুরোধ নেই : সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট রাজাপাকসেকে একটি ব্যক্তিগত সফরে নগর-রাজ্যে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। এতে বলা হয়েছে যে, তিনি আশ্রয় প্রার্থনা করেননি এবং তাকে আশ্রয়ও দেয়া হয়নি।
একটি সউদী এয়ারলাইন বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার গতকাল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে, তার স্ত্রী এবং দুই দেহরক্ষীকে বহন করে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আজ শুক্রবার সংসদের বৈঠক হবে না বলে জানিয়েছেন চেম্বারের স্পিকার। স্পিকার আগে বলেছিলেন যে, আগামী সপ্তাহের সোমবার একটি নতুন প্রেসিডেন্টের জন্য মনোনয়ন গ্রহণের জন্য সংসদের সময়সূচি থাকার জন্য বৈঠক হবে, বুধবার একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে প্রেসিডেন্টের পদত্যাগপত্র বিলম্বে আসায় সার্বিক প্রক্রিয়ার স্বার্থে বৈঠক এবং নির্বাচন পেছানো হতে পারে।
এদিকে চীন ‘সকল সেক্টর’কে সঙ্কট নিরসনে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, বেইজিং আশা করে যে, শ্রীলঙ্কা সঙ্কটের সব পক্ষই দ্বীপরাষ্ট্রের স্বার্থে একসঙ্গে কাজ করবে।
ওয়াং বলেন, ‘একটি বন্ধু, প্রতিবেশী এবং অংশীদার হিসাবে চীন আন্তরিকভাবে আশা করে যে, শ্রীলঙ্কার সকল সেক্টর দেশ ও জনগণের মৌলিক স্বার্থের কথা মাথায় রাখবে এবং বর্তমান অসুবিধাগুলো কাটিয়ে উঠতে, স্থিতিশীলতা পুনরুদ্ধারে, অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সংহতির সাথে একসাথে কাজ করবে এবং মানুষের জীবন-জীবিকার উন্নতি ঘটাবে’।
অপরদিকে চারটি সরকারি ভবন দখলকারী বিক্ষোভকারীরা বলছেন, তারা সেগুলো কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দিয়েছেন। একজন প্রতিবাদী নেতা শাবির মোহাম্মদ আল জাজিরাকে বলেছেন যে, টেম্পল ট্রিস, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং প্রেসিডেন্টের সরকারি বাসভবন ইতোমধ্যে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিক্ষোভকারীরা প্রধান প্রতিবাদস্থল গোতাগোগামার কাছে প্রেসিডেন্ট সচিবালয়ের একটি অংশ তাদের নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নিয়েছে, তিনি যোগ করেছেন।
শ্রীলঙ্কার সঙ্গে সংহতি জানিয়ে নয়াদিল্লিতে বিক্ষোভ
শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি জানিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শ্রীলঙ্কার দূতাবাসের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়েছে।
শ্রীলঙ্কায় এখন ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। ১৯৪৮ সালে স্বাধীনতার পর দেশটি এমন সমস্যার মুখোমুখি হয়নি। এ কারণে জাতিসংঘও এ দ্বীপ দেশটির জন্য সহায়তা চেয়েছে। শ্রীলঙ্কার ২ কোটি ২০ লাখ লোকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় থাকা লোকদের খাওয়ানোর জন্য ৪৭ মিলিয়ন ডলার চেয়েছে এ বৈশ্বিক সংস্থাটি। জ্বালানির তীব্র সঙ্কটে জনজীবন বিপর্যয়ের মধ্যে পড়েছে। জাতিসংঘের মতে, প্রায় ১.৭ মিলিয়ন শ্রীলঙ্কানের জন্য জীবন রক্ষাকারী সহায়তা প্রয়োজন। এমন অবস্থায় প্রেসিডেন্টবিরোধী আন্দোলন তুঙ্গে উঠেছে। সূত্র : টিওআই, এনডিটিভি, ডেইলি মিরর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ