Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডকে ধ্বংস করে চুড়ায় বুমরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস ও জস বাটলার- এ পাঁচজন এর আগে সর্বশেষ একসঙ্গে ওয়ানডে খেলেছিলেন ২০১৯ সালে। আরও নির্দিষ্ট করে বললে বিশ্বকাপের ঐতিহাসিক সেই ফাইনালে। এ মৌসুমে দুর্দান্ত কয়েকটি টেস্ট ম্যাচের পর এ ম্যাচ দিয়েই রঙিন পোশাকে ফিরলেন বেয়ারস্টো-রুট-স্টোকসরা। তবে ফেরাটা হলো ভুলে যাওয়ার মতোই। ওভালে সিরিজের প্রথম ওয়ানডেতে যশপ্রীত বুমরার তোপে ইংল্যান্ড গুটিয়ে যায় মাত্র ১১০ রানেই, ২৫.২ ওভারের মধ্যেই। ভারত সে রান তাড়া করেছে ১৮.৪ ওভারের মধ্যে, রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের ওপেনিং জুটিই ভাঙতে পারেনি ইংল্যান্ড। অধিনায়ক রোহিত অপরাজিত ছিলেন ৫৮ বলে ৭৬ রান করে, ধাওয়ান ৫৪ বলে ৩১ রানে। রোহিত তার ইনিংসে ৭টি চারের সঙ্গে মারেন ৫টি ছক্কা। ভারত ১০ উইকেটের জয় পেয়েছে ১৮৮ বল বাকি রেখে, ইংল্যান্ডের বিপক্ষে যেটি রেকর্ড তাদের। এর আগে কখনো ইংল্যান্ডকে ১০ উইকেটে হারায়নি ভারত।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বুমরার সঙ্গে শামির তোপে পড়ে ৬৮ রানেই ৮ উইকেট হারানোর পরও ইংল্যান্ড ১০০ পেরোতে পেরেছে আটে নামা ডেভিড উইলির ২৬ বলে ২১ আর ব্রাইডন কার্সের ২৬ বলে ১৫ রানের ইনিংসে। বুমরা শেষ পর্যন্ত ৬ উইকেট নেন মাত্র ১৯ রান দিয়ে, ইংল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় পেসারের সেরা বোলিং এটি। এ ছাড়া মোহাম্মদ শামি নেন ৩ উইকেট।
৭১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিংটা এদিনই করেছেন বুমরা। তার পারফরম্যান্সের পুরস্কার একদিন বাদেই পেলেন ভারতীয় এই পেসার। ৫ ধাপ এগিয়ে গতকাল প্রকাশিত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠছেন বুমরাহ দুই বছর পর! ২০২০ সালে ফেব্রæয়ারিতে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের কাছে ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান খুইয়েছিলেন বুমরা। বোল্টের কাছে শীর্ষস্থান খোয়ানোর আগের দুই বছরের বেশিরভাগ সময়ই শীর্ষে ছিলেন ২৮ বছর বয়সী বোলার। সব মিলিয়ে ৭৩০ দিন ওয়ানডের র‌্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার ছিলেন ছিলেন বুমরা। এগিয়েছেন ওভালে ৩১ রানে ৩ উইকেট নেওয়া বুমরা সতীর্থ মোহাম্মদ শামিও। তিন ধাপ এগিয়ে সতীর্থ ভুবনেশ্বর কুমারের সঙ্গে যৌথভাবে ২৩ নম্বরে আছেন ভারতীয় পেসার। সাবেক অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান কমিয়েছেন বর্তমান দলপতি রোহিতও। ৮০৩ পয়েন্ট নিয়ে কোহলি আছেন তিনে, ৮০২ পয়েন্ট নিয়ে রোহিত শর্মা। দুই ভারতীয়র ওপরে আছেন দুই পাকিস্তানি বাবর আজম (১ম) ও ইমাম-উল-হক।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ