Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমেরিকায় পালাতে ঘুষ দিতে চেয়েছিলেন বাসিল রাজাপাকসে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২২, ১:৫৩ পিএম

আমেরিকায় পালাতে ৫৩ লাখ রুপি ঘুষ দিতে চেয়েছিলেন শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে।

দেশ ছাড়ার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর বিমানের টিকিট কেনার বেশ কয়েকটি বিবরণ প্রকাশিত হয়।

এদিকে, তার দুবাই যাওয়ার চেষ্টাও পণ্ড হয়ে যায় যাত্রীদের আপত্তি আর বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মীদের বাঁধার কারণে।

বুধবার (১৩ জুলাই) শ্রীলঙ্কার ডেইলি মিরর এক প্রতিবেদনে বলা হয়, বাসিল রাজাপাকসের আমেরিকায় পালাতে ৫৩ লাখ রুপি ঘুষ সেঁধেছিলেন।

এমিরেটস এয়ারলাইন্সের তথ্য অনুযায়ী, তাকে বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর (বিআইএ) থেকে ওয়াশিংটনে যাওয়ার জন্য প্রথম শ্রেণির গোল্ড মেম্বারশিপ টিকিট ইস্যু করা হয়। গত ১১ জুলাই প্রথমে টিকিট ইস্যু করা হয়।

টিকিটে দেওয়া রশিদ অনুসারে, তার প্রথম গন্তব্য ছিল কলম্বো থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর।

দুবাই যাওয়ার জন্য সোমবার রাত ১২টায় কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বাসিল। তার ফ্লাইট ছাড়ার কথা ছিল রাত সোয়া ৩টায়। কিন্তু যাত্রীরা তাকে চিনে ফেললে হই চই শুরু হয়। এরপর সিল্ক রুট প্যাসেঞ্জার ক্লিয়ারেন্স টার্মিনালে দায়িত্বরত ইমিগ্রেশন কর্মকর্তারা সাবেক এই মন্ত্রীর দেশত্যাগের চেষ্টা আটকে দেয়। চেক ইন করতে না পেরে বাসিল রাজাপাকসে পরে বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

দেশের বর্তমান অর্থনৈতিক সঙ্কটের জন্য রাজাপাকসে পরিবারকে দায়ী করে গত কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে আসছেন শ্রীলঙ্কার মানুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ