Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশ ছেড়ে পালালেন গোতাবায়া রাজাপাকসে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২২, ১০:৩৭ এএম

পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের মুখে পালিয়ে গেলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। মঙ্গলবার (১২ জুলাই) দিবাগত রাতে একটি সামরিক বিমানে তিনি প্রতিবেশী মালদ্বীপে পালিয়ে যান বলে খবর প্রকাশ করে বার্তা সংস্থা এএফপি।

এএফপির প্রতিবেদনে বলা হয়, মধ্যরাতে স্ত্রী ও এক দেহরক্ষীসহ ৪জন যাত্রী নিয়ে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে রওনা করেন গোতাবায়া। সামরিক বাহিনীর পরিবহন বিমান অ্যান্তোনভ–৩২ এ করে দেশ ছাড়েন তারা।

এর আগেও একাধিকবার দেশ ছেড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হন গোতাবায়া। নৌবাহিনীর টহল নৌযান ব্যবহার করে দেশ ছেড়ে পালানোর প্রচেষ্টা নস্যাৎ করেছিল জনতা।

এরপর গত সোমবার বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দুবাই পাড়ি জমানোর চেষ্টা করছিলেন গোতাবায়া, এ সময় তার সঙ্গে ছিল পরিবারের ১৪ সদস্যও। তবে অভিবাসন কর্মকর্তাদের প্রচেষ্টায় ব্যর্থ হয়েছিল গোতাবায়ার অভিসন্ধি।

একই দিনে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার চারটি ফ্লাইট মিস করার পর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটি সামরিক ঘাঁটিতে অবস্থান নেন গোতাবায়া এবং তার স্ত্রী। এরপরই সেখান থেকে একটি সামরিক বিমানে মালদ্বীপে পালান তিনি।

প্রেসিডেন্ট থাকা অবস্থায়ই গোতাবায়া যে কোনো ভাবে দেশ থেকে চলে যেতে তৎপর ছিলেন। কারণ প্রেসিডেন্ট থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা যেত না। গোতাবায়া আশঙ্কা করেছিলেন, প্রেসিডেন্ট পদ ছাড়ার পর তাকে গ্রেফতার করা হতে পারে।

ফলে দেশত্যাগের আগে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন গোতাবায়। বুধবার (১৩ জুলাই) থেকে গোতাবায়ার পদত্যাগপত্র কার্যকর হবে।

সত্তর বছরে সবচেয়ে বড় আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। বিদেশি ঋণের ভারে জর্জরিত দেশের অর্থনীতি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ শেষ হওয়ায় গত বছরের অক্টোবর থেকে দেশটিতে পেট্রোলের দাম ২৫৯ শতাংশ এবং ডিজেলের ২৩১ শতাংশ বেড়েছে৷

জ্বালানি তেলের ঘাটটিতে পেট্রোল পাম্পগুলোর বাইরে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে যানবাহনগুলোতে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল বেসরকারি অফিসসহ নানা বাণিজ্যিক প্রতিষ্ঠান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ