Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সুইমিংপুলে বিক্ষোভকারীরা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২২, ৬:২১ পিএম

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা। এএফপিসহ বেশ কয়েকটি বিশ্ব গণমাধ্যম জানিয়েছে, আগেই পালিয়েছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। যদিও শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিতে থেকে জানা যাচ্ছে ঘটনার কিছু খণ্ড চিত্র।

জানা যাচ্ছে বিক্ষোভে অংশ নিয়েছেন শ্রীলঙ্কার সেনাবাহিনীর বেশকিছু সদস্য। তারাও প্রেসিডেন্ট গোতাবায়ার পদত্যাগ দাবি করছেন। গোতাবায়ার দলের ১৬ সংসদ সদস্য তার তাৎক্ষণিক পদত্যাগের দাবি জানিয়েছেন।

নানা মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনের সুইমিংপুলে সাঁতার কাটছেন।

বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার রেল কর্তৃপক্ষকে কলম্বোমুখী ট্রেন চালু করতে বাধ্য করেছে। যাতে করে তারা বিক্ষোভে যোগ দিতে রাজধানী শহরে আসছেন।

শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে সঙ্কট মোকাবেলায় জরুরি সর্বদলীয় বৈঠক ডেকেছেন। এছাড়া তিনি স্পিকারকে পার্লামেন্ট অধিবেশন ডাকার অনুরোধ করেছেন।

সূত্র: এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ