Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ইউক্রেনে খুব ‘সামান্য শক্তি’ দেখিয়েছে রাশিয়া: ক্রেমলিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২২, ৭:৩৮ পিএম

ইউক্রেনের ‘বিশেষ অভিযানে’ রাশিয়া খুব সামান্য শক্তি-ই প্রদর্শন করেছে। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র এই মন্তব্য করেন। এর আগে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট পশ্চিমাদের হুমকি দিয়ে বলেন, মস্কো কোনো রাগঢাক ছাড়াই ইউক্রেনে অভিযান শুরু করেছে। যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করতে পশ্চিমাদের চ্যালেঞ্জ জানান তিনি। -আল জাজিরা

রাশিয়ার প্রেসিডেন্ট অভিযোগ করে বলেন, একজনও ইউক্রেনীয় বেঁচে থাকা পর্যন্ত পশ্চিমারা আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায়। রাশিয়া তাদের স্বাগত জানায় মন্তব্যে করে তিনি বলেন, এটা কেবল ইউক্রেনীয়দের দুঃখ বাড়াবে। পুতিন বলেন, আজকে আমরা শুনছি যুদ্ধক্ষেত্রে তারা আমাদের পরাজিত করতে চায়। এখানে আমরা যেটা বলতে পারি তা হলো- তারা চেষ্টা করে দেখুক।

সাংবাদিকরা বলেন, শুক্রবার ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পুতিনের মতো একই ধরনের হুমকিপূর্ণ বার্তা প্রদান করেন। তিনি বলেন, রাশিয়ার শক্তি অনেক বেশি। ইউক্রেনে ‘বিশেষ অভিযানে’ খুব সামান্য শক্তি ব্যবহার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ