Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাঁশখালীতে অস্ত্র-গুলিসহ ২ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২২, ১:৪৬ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে অস্ত্র-গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। তারা হল- উপজেলার বাদালিয়া ইউনিয়নের কবির আহম্মদের ছেলে মো. মহিউদ্দীন (১৯) ও সরল ইউনিয়নের মৃত আজগর আলীর ছেলে মো. মিরাজ উদ্দিন (২৮)।

মঙ্গলবার উপজেলার শিবদাম মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, মাদকের একটি চালান বাঁশখালীতে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শিবদাম মার্কেট এলাকায় চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করি। এ সময় একটি সিএনজিচালিত অটোরিক্সা থেকে সন্দেহজনকভাবে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে দেশীয় তৈরি একটি পিস্তল, তিনটি ওয়ান শুটারগান ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ