বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পার্বতীপুর (দিনাজপুর) এম এ জলিল সরকার : বড়পুকুরিয়া কয়লা খনির পার্শ্ববর্তী গ্রামে বসত বাড়িতে ফাটল দেখা দিয়েছে। সম্পতিকালে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের দাবিতে বড়পুকুরিয়া বাজারে ক্ষতিগ্রস্তরা মানববন্ধন করেন। ক্ষতিগ্রস্তরা ক্ষোভের সাথে জানান, আমরা ক্ষতিগ্রস্ত, ক্ষতিপূরণ না দিয়েই উপজেলার সামাজিক প্রতিষ্ঠানদেরকে চেক বিতরণ করায় ক্ষতিগ্রস্তরা দুঃখ প্রকাশ করেন। বিষয়টি ভাবিয়ে তুলেছে এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে। ক্ষতিগ্রস্থ পরিবারদের ভূমি দেবে যাচ্ছে। ভূমি অবনমনের ফলে ৬টি গ্রামে বাড়ি-ঘরে ফাটল ধরেছে, পুকুরের পানি থাকছে না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আতঙ্কে ভুগছেন। তারা ৮ দফা দাবিতে ১০ গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারেরা আন্দোলনে নেমেছেন। কয়লা খনি ২০০৫ সালে ১০ সেপ্টেম্বর বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার পর থেকে ভূগর্ভে ভূমিধস ও ভূ-কম্পনের সৃষ্টি হয়। ২০১০ সালে ৯ নভেম্বর সরকার ৬২৭ একর ভূমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ ও ভূমিহীনদের পুনর্বাসনের জন্য ১শ ৯০ই কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন। খনি কর্তৃপক্ষ সমুদয় প্যাকেজের অর্থ জেলা প্রশাসনের তহবিলে জমা দেয়। জেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাওনা নির্ধারণ করে ১শ ৬৮ কোটি টাকা। এ ছাড়াও সমুদয়ের টাকা ২০১২ সালের মধ্যে ভূমিহীনদের পুনর্বাসন করা হয়। আবার নতুন করে দেখা দিয়েছে ঘর বাড়িতে ফাটল। এতে আতঙ্কে দিন পাড় করছে এলাকাবাসী। দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে কোম্পানি প্রাতিষ্ঠানিক সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) এর আওতায় আর্থিক অনুদান ও অন্যান্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অফিসার্স ক্লাব মনমেলায় মহাব্যবস্থাপক আব্দুল মান্নান পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজার রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, প্রকৌশলী এস এম এন আওরঙ্গজেব। পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক ও পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।