Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শহীদ মিনারে প্রোটেস্ট এ্যাগেইনস্ট মাইনরিটি টর্চার ইন সাউথ এশিয়ার সমাবেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মিয়ানমারে জাতিসংঘ শান্তিরক্ষীবাহিনী মোতায়েন দাবি
স্টাফ রিপোর্টার : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের নিরপত্তার জন্য সেখানে জাতিসংঘের শান্তিরক্ষীবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে প্রোটেস্ট এ্যাগেইনস্ট মাইনরিটি টর্চার ইন সাউথ এশিয়া নামের একটি সংগঠন।
গতকাল শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত অনশন ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
এতে ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের আহবায়ক ড. আবুল আজাদ। ঘোষণাপত্রে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের আগুনে পুড়িয়ে হত্যাসহ সকল প্রকাল নির্যাতন বন্ধের দাবিসহ নাসিরনগরে সংগঠিত ঘটনায় বিচার বিভাগীয় তদন্তপূর্বক দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে জেলার ডিসি, এসপি ও থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।
এছাড়া, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে অগ্নিসংযোগ ও নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাকে নিরপেক্ষ তদন্তের স্বার্থে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে প্রোটেস্ট এ্যাগেইনস্ট মাইনরিটি টর্চার ইন সাউথ এশিয়ার আহŸায়ক ড. আবুল আজাদসহ বেশ কয়েকজন বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শহীদ

১১ ফেব্রুয়ারি, ২০২৩
১০ নভেম্বর, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ