Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোলিংয়েই জিতে শীর্ষে টাইটান্স

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:০৯ এএম, ২৬ নভেম্বর, ২০১৬

বোলিংয়েই জিতে শীর্ষে  টাইটান্স
বিশেষ সংবাদদাতা : পাল্লাটা হয়েছে ডট বলের। বরিশাল বুলস ইনিংসে যেখানে ডট বলের সংখ্যা ৫৫, সেখানে খুলনা টাইটান্সের এই সংখ্যাটি ৫২! ২৪০ বলের মধ্যে ১০৭টিই ডট! ডট বলের এই পাল্লার সঙ্গে পাল্লাটা হয়েছে বাউন্ডারিরওÑবরিশাল বুলসের ১০টি বাউন্ডারির জবাবে খুলনা টাইটান্সের বাউন্ডারি ১১টি। বরিশাল বুলসের ৩ ছক্কার বিপরীতে খুলনা টাইটান্সের ৩ ছক্কা! টুয়েন্টি-২০ ক্রিকেটে ছন্দহীন ব্যাটিংয়ে পাওয়ার প্লে’র ৬ ওভারটাও বিনোদন পিপাসুদের করেছে বিরক্ত। বরিশালের যেখানে স্কোর এই পর্বে ৩৪/২, সেখানে খুলনার ২৮/২! এমন বিরক্তিকর ম্যাচে টাইটান্সকে আবারো হাসিয়েছে বোলিং। লো স্কোরিং ম্যাচে ৮ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে উঠেছে খুলনা টাইটান্স। ৮ ম্যাচে ১০ পয়েন্ট তাদের। ৫ম হারে বরিশাল বুলসের সংগ্রহ সেখানে মাত্র ৬ পয়েন্ট।
হাড় কিপ্টে বোলিংয়ে পাকিস্তানী পেসার জুনায়েদ খানের ওভারপ্রতি ৩ রান এবং বাঁ হাতি স্পিনার মোশারফ রুবেলের ৪ রান খরচায় বরিশাল বুলসকে ১১৯/৫এ থামিয়েছে  খুলনা টাইটান্স। বরিশাল বুলস ইনিংসে এদিন বলার মতো পার্টনারশিপ ৪০’র ঘরে ২টি। তৃতীয় জুটিতে ৩৭ বলে ৪২, অবিচ্ছিন্ন ৬ষ্ঠ জুটিতে সেখানে ৩৪ বলে ৪০। ইনিংসের মাঝপথে সেট হয়েও ব্যাট চওড়া করতে পারেননি শাহরিয়ার নাফিস (২৭ বলে ২৩), মুশফিকুর রহিম (২৬ বলে ২৯)।
জবাব দিতে এসে ভাগ্যের সহায়তা পেয়েছে খুলনা টাইটান্স। কামরুল ইসলাম রাব্বীর বলে ১৪ রানে তাইবুর এবং রুম্মান রাইসের বলে মাহামুদুল্লাহ ২১ রানে মিড উইকেটে একই ফিল্ডার ডেভিড মালানের হাতে বেঁচে যাওয়ায় শ্বাসরুদ্ধকর পরিনতির দিকে ধাবিত হয়নি ম্যাচটি। ৪র্থ উইকেট জুটিতে শুভাগতহোম-মাহামুদুল্লাহ’র ২৫ বলে ৫৭ রানে সহজ জয়ের পথটা হয়েছে খুলনা টাইটান্সের প্রশস্ত। লো স্কোরিং ম্যাচে শুভাগতহোম ৩৪ বলে ৫ চার ১ ছক্কায় ৪০ রানে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। অধিনায়ক মাহামুদুল্লাহ সেখানে দলের জয় নিয়েই ফিরেছেন ড্রেসিংরুমে (৩৫ বলে ১ চার ২ ছক্কায় ৩৬ রান)। বরিশাল বুলসের পাকিস্তানী পেসার রুম্মান রাইস এই ম্যাচে করেছেন দারুন বোলিং (২/১৩)Ñ২৪ বলে ১৪টিই করেছেন ডট! শুভাগতহোমকে লেগ এন্ড মিডল স্ট্যাম্পে ইয়র্কার ডেলিভারীতে করেছেন বোল্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাইটান্স
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ