Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবারের ঈদেও গান শোনাবেন মাহফুজুর রহমান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২২, ১২:৩৫ পিএম

বাংলাদেশের মিডিয়া জগতের পুরোধা ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান। বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার কর্ণধার তিনি। গত কয়েক বছর ধরে প্রত্যেক ঈদেই গান নিয়ে হাজির হন ড. মাহফুজুর রহমান। বরাবরের মতো এবারও শ্রোতাদের জন্য একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি।

এ প্রসঙ্গে এটিএন বাংলার জনসংযোগ বিভাগ জানিয়েছে, এবার ঈদেও থাকছে তার একক গানের অনুষ্ঠান। এখন চলছে গান নির্বাচনের কাজ। সব ঠিক হলেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

জানা গেছে, এবারও মৌলিক দশটি গান দিয়ে সাজানো হয়েছে ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান। ড. মাহফুজুর রহমান মাঝে কিছুদিন দেশের বাইরে থাকায় এ বিষয়ে আপডেট দিতে পারেননি। তবে এখনও অনুষ্ঠানের নাম চূড়ান্ত হয়নি। ড. মাহফুজুর রহমান সবগুলো গানের ভিডিও দেখে নাম চূড়ান্ত করবেন। আর ঈদের রাতেই (১০ জুলাই) একগুচ্ছ গান নিয়ে হাজির হবেন তিনি।

উল্লেখ্য, মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’, প্রচারিত হয় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি।



 

Show all comments
  • Titu Meer ৪ জুলাই, ২০২২, ১:৫৯ পিএম says : 0
    আমি অধীর আগ্রহে অপেক্ষায় আছি ষাড়ের গান শোনার জন্য ৷ যদিও আমার কোন টিভি নাই ৷
    Total Reply(0) Reply
  • MD Akkas ৪ জুলাই, ২০২২, ৩:৫৮ পিএম says : 0
    Good news. I am going to home.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহফুজুর রহমান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ