Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড. মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠান উপস্থাপনায় হাসান আহমেদ কিরণ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২১, ১২:০৬ এএম

এবারের ঈদে ড. মাহফুজুর রহমানের গাওয়া সঙ্গাতানুষ্ঠানটি উপস্থাপনা করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব হাসান আহমেদ চৌধুরী কিরন। ঈদের দিন রাত ১০.৩০ মিনিটে প্রচার হবে তার একক সঙ্গীতানুষ্ঠান ‘তোমাকেই চাই’। কিরণের উপস্থাপনায় এই একক সঙ্গীতানুষ্ঠানে ভিন্ন মাত্রা এনে দিয়েছে। ইতোপূর্বে তার বিভিন্ন একক সঙ্গীতানুষ্ঠানে উপস্থাপনা করছে মুন্নী সাহা, অপূর্ব, সেমন্তী সৌমি, শ্রাবন্য তৌহিদা প্রমুখ। গানের অনুষ্ঠানের উপস্থাপনা প্রসঙ্গে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রথমবারের মতো গানের অনুষ্ঠান উপস্থাপনা করে অন্য রকম অনুভূতি কাজ করছে। তারপর আবার ড. মাহফুজুর রহমানের গান। অনুষ্ঠানের সবগুলো গানই ভিন্ন ধরণের। গানের পরিবেশনা, চিত্রায়ন, মঞ্চ সজ্জা সব মিলিয়ে আশা করি গানগুলো দর্শকদের ভালো লাগবে। একঘেয়েমি কাটিয়ে বিনোদনের খোরাক মেটাতে সক্ষম হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড. মাহফুজুর রহমান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ