পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
খেলার মাঠ হবে ঘাসে পরিপূর্ণ, সেই সাথে মানুষ ও যানবাহন চলাচল মুক্ত। তবে দক্ষিণ-পশ্চিম বঙ্গে স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফুটবল মাঠের চিত্র একেবারেই ভিন্ন। মাঠের মধ্য দিয়ে গ্রামের মেঠো পথের মতো দুইটি রাস্তা দেখা যায়। শুধু দেখাই যায় না, রীতিমত ছাত্রছাত্রী, নির্মাণ শ্রমিক, হলের কর্মচারী-কর্মকর্তা এবং শিক্ষকেরাও এই রাস্তাগুলো দিয়ে অবাধে যাতায়াত করেন। ফলে মাঠের ঘাস মারা যাচ্ছে এবং খেলোয়াড়দের খেলাধুলায় ব্যঘাত ঘটছে। মাঝে মধ্যেই চলাচলকৃত মোটরসাইকেল অথবা সাইকেলের সাথে খেলোয়াড়দের সংঘর্ষ হচ্ছে। যার দরুন খেলোয়াড়রা আহত হচ্ছে। সুতরাং অনতিবিলম্বে ফুটবল মাঠের মধ্য দিয়ে যাতায়াত বন্ধ করতে ইবি প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।