মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চাকরি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছিলেন যুবক। এ অফিস, ও অফিস ঘুরে ঘুরেও চাকরি মেলেনি। শেষমেশ প্রতিটি অফিসের সামনে বড় বড় কিউআর কোড টাঙিয়ে এলেন।
যুবকের নাম জর্জ কোনিয়র্ক। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্ট এডমন্ড কলেজে অর্থনীতি নিয়ে পড়াশোনা করছেন। কোনও বিমা সংস্থা বা ব্যাঙ্কে কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছিলেন। সেই সুবাদে একের পর এক ব্যাঙ্ক এবং বিমা সংস্থায় সিভি পাঠান।
কিন্তু অধিকাংশ সংস্থা থেকে উত্তর আসেনি। আবার কিছু সংস্থা তার সিভি বাতিল করেছে। বার বার সিভি বাতিল হওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন জর্জ। এ অফিস ও অফিস ঘুরে কাজ চাইতে চাইতে যখন তিনি ক্লান্ত, তখনই কিউআর কোডের বিষয়টি তার মাথায় আসে।
জর্জ জানিয়েছেন, কেউ যদি তার সিভি দেখতে চায় তা হলে ওই কিউআর কোড স্ক্যান করলেই সিভি এবং তার লিঙ্কডইন প্রোফাইল দেখতে পাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।