মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লিবিয়ান মরুভূমিতে নিখোঁজ ২০ অভিবাসন প্রত্যাশীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ জুন) একটি পিকআপ ট্রাকে এসব লাশের ছবি প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস।
মঙ্গলবার (২৮ জুন) শাদ সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরে মরুভূমিতে মরদেহগুলো খুঁজে পান এক ট্রাকচালক।
কুফরা অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান ইব্রাহিম বেলহাসান জানান, গত ১৩ জুন নিখোঁজ ওই অভিবাসন প্রত্যাশীদের কাছ থেকে শেষ ফোনকল পাওয়া যায়। এরপরই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, নিহতদের মধ্যে দুজন লিবিয়ান নাগরিক। বাকিরা শাদ থেকে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন বলে ধারণা তাদের।
ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যেতে অভিবাসন প্রত্যাশীদের জন্য একটি বড় পয়েন্ট লিবিয়া। বিপজ্জনক মরুভূমি ও সাগর পাড়ি দেওয়ার যাত্রায় সেখানে প্রায়ই অভিবাসন প্রত্যাশীদের মৃত্যু হয়। সূত্র: আল জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।