Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন নিষিদ্ধ তালিকায় চীনের পাঁচ কোম্পানি

রুশবিরোধী নিষেধাজ্ঞা নিয়ে অবস্থান স্পষ্ট করল জার্মানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২২, ১২:০৩ এএম

রাশিয়াকে সমর্থনের অভিযোগে চীনের পাঁচটি কোম্পানিকে নিষিদ্ধ তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে রাশিয়ার সামরিক ও প্রতিরক্ষা শিল্পকে সহায়তার দেওয়ার অভিযোগ করা হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। বাইডেন প্রশাসনের বাণিজ্য বিভাগ বলছে, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর আগে এই কোম্পানিগুলো রাশিয়ার ‘উদ্বেগজনক সংস্থাগুলোকে’ বিভিন্ন সামগ্রী সরবরাহ করেছিল। পরবর্তীতেও তারা নিষেধাজ্ঞা তালিকায় থাকা রুশ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরবরাহ জন্য চুক্তি অব্যাহত রেখেছে। ফেডারেল রেজিস্টার এন্ট্রির তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশের মোট ৩৬টি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ তালিকাভুক্ত করেছে বাইডেন প্রশাসন। এর মধ্যে ২৫টিরই চীন সংযোগ রয়েছে বা ছিল বলে জানা গেছে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, চীন ও ভারতের সঙ্গে তার দেশের বাণিজ্যের পরিমাণ বাড়ছে। মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে পশ্চিমাদের ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও অভিযোগ করেন তিনি। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘ব্রিকস দেশগুলোতে রাশিয়ার উপস্থিতি বাড়ছে। এর মধ্যে চীন ও ভারতে রুশ তেল রফতানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কৃষি সহযোগিতাও বিকশিত হচ্ছে।’ অপর এক খবরে বলা হয়, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে অবস্থান স্পষ্ট করলো জার্মানি। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, নিষেধাজ্ঞার তখনই ইতি ঘটবে, যখন পুতিন এটা স্বীকার করবেন যে, ইউক্রেনে তার পরিকল্পনা সফল হবে না। বরং সেটি ব্যর্থতায় পর্যবসিত হবে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। জার্মানিতে তিন দিনের জি-৭ শীর্ষ সম্মেলনের সমাপনী দিনে এক সংবাদ সম্মেলনে অংশ নেন ওলাফ শলৎস। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার ওপর আরোপ করা যাবতীয় নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে। ডনবাসের উস্কানিমূলক বিদ্রোহের কারণে আরোপিত নিষেধাজ্ঞাগুলোর ব্যাপারেও একই কথা প্রযোজ্য। এখন যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সেগুলো অনেক বেশি গুরুতর বলেও উল্লেখ করেন জার্মান চ্যান্সেলর। তিনি বলেন, এখানে একটি মাত্র উপায় আছে। সেটি হচ্ছে পুতিনের এটা মেনে নেওয়া যে, ইউক্রেনে তার পরিকল্পনা সফল হবে না। আল-জাজিরা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ