Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগড়ে সেনসেটাইজেশন সভা অনুষ্ঠিত

রামগড়(খাগড়াছড়ি)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২২, ৬:৩৯ পিএম

রামগড়ে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধমূলক কার্যক্রমে কমিউনিটি লিডারদের সম্পৃক্তকরণ বিষয়ক সেনসেটাইজেশন সভা অনুষ্ঠিত হয়।

বুধবার(২৯জুন) সকাল সাড়ে ১১ টায় রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় কোভিড ১৯ প্রতিরোধ, ঝুঁকি নিরুপণ, যোগাযোগ সম্পৃক্তকরণ ও টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।

এতে বক্তারা বলেন, ইতিপূর্বে পৃথিবীতে করোনার থাবায় অনেক মানুষ প্রাণ হারিয়েছে। পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত হলে নিজের মা-বাবা, ভাই-বোন থেকে আলাদা থেকেছে। সারা বিশ্বের মানুষ কঠিন দূর্বিষহ সময় পার করেছে। এখন আবারো আক্রান্তের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এখনো অবদি করোনার টিকা যারা গ্রহন করেনি। তাদেরকে বুঝিয়ে টিকা গ্রহন ও সচেতনতার মাধ্যমে টিকা গ্রহনের জন্য জোর দেন।

খাগড়াছড়ি জেলার আইএসপি মো: রুহুল আমিনের সঞ্চালনায় উপকুল সমাজ উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী মো: জোবাইয়ের ফারুক লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান আন্জুম, প্যানেল মেয়র আবুল বশর, রামগড় প্রেস ক্লাবের সভাপতি শ্যামল রুদ্র- সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, কাউন্সিলর মো: জসিম উদ্দিন- মো: আব্দুল হক ।

সভায় আলোচনা উপস্থাপন করেন, এডাব এর জেলা সমন্বয়কারী মো মাসুদ করিম।

এতে আরো উপস্থিত ছিলেন, সরকারী-বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারী, শিক্ষক, স্থানীয় সাংবাদিক, ফোকাস পারসন অনিক বৈষ্ণব ত্রিপুরা সহ সেচ্ছাসেবীবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সভা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ