মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ বুধবার হুপেই প্রদেশের উহান শহর পরিদর্শন করেন। এসময় তিনি জোর দিয়ে বলেন, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত স্বনির্ভরতা এবং স্ব-উন্নতি একটি দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার ভিত্তি।
তিনি বলেন, আমাদেরকে অবশ্যই উদ্ভাবন-নির্ভর উন্নয়ন-কৌশলকে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে; বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর জীবনপদ্ধতি আঁকড়ে ধরতে হবে; নতুন প্রযুক্তি ও নতুন শিল্পের জন্ম দিতে হবে; এবং অর্থনৈতিক উন্নয়নের নতুন ক্ষেত্র উন্মুক্ত করতে হবে। আর এভাবেই দেশের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় একটি নতুন সুবিধাজনক পরিবেশ তৈরি করা যাবে।
উল্লেখ্য, উহান মধ্য-চীনের একটি কেন্দ্রীয় শহর, একটি গুরুত্বপূর্ণ শিল্প ভিত্তি, বিজ্ঞান ও শিক্ষার ভিত্তি, এবং একটি গুরুত্বপূর্ণ পরিবহনকেন্দ্র। এরপর জিনপিং উহান শহরের ইস্ট লেক হাই-টেক জোন জিইউয়ান কমিউনিটি পরিদর্শন করেন।
জিইউয়ান কমিউনিটি একটি রাষ্ট্রীয় মালিকানাধীন এলাকা, যা নতুন করে গড়ে তোলা হয়েছে। এতে ৩১২৪টি পরিবারের ৮ হাজারেরও বেশি মানুষ বসবাস করছেন। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।