নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : আফগান ওপেনার শাহাজাদা দিচ্ছেন ব্যাটিং নির্ভরতা,আছেন ফর্মের তুঙ্গে টপ অর্ডার মিঠুন। এই দুই ব্যাটসম্যান ছাড়া রংপুর রাইডার্সের অন্য কেউ যে নিজেদের ব্যাটিংয়ে মেলে ধরার সুযোগই পাচ্ছে না! আরাফাত সানি (৭ উইকেট), আফ্রিদি (১১ উইকেট), সোহাগ গাজী (৯ উইকেট)Ñএই স্পিন ত্রয়ীর পাশে পেস বোলার রুবেল হোসেন (৭ উইকেট)। রানহীন ৩ উইকেট নিয়ে আরাফাত সানি গড়েছেন বিশ্বরেকর্ড। এমন ভারসাম্যপূর্ন বোলিং যাদের,তাদেরকে রুখবে কে ? ৬ ম্যাচের ৫টিতে জয়,যার ৪টিই বড় ব্যবধানে! আসরে গোনায় ধরা হয়নি যে দলকে, সেই রংপুর রাইডার্সই কি না পয়েন্ট তালিকায় শীর্ষে !
তবে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলটি আজ রাজশাহী কিংসের বিপক্ষে পাচ্ছে না দলকে অলিখিতভাবে নেতৃত্ব দেয়া আফ্রিদিকে। তবে আফ্রিদিহীন দলটি হয়ে যাওয়া ৬ ম্যাচের পারফরমেন্সের ধারাবাহিকতার দিকে রাখছে নজর। বাঁ হাতি স্পিনার আরাফাত সানি সে প্রত্যয়ের কথাই শুনিয়েছেনÑ ‘আমরা এখন পর্যন্ত শীর্ষে আছি ঠিকই, তবে আমাদের কিন্তু এখনও অনেক ম্যাচ বাকি আছে। টি-টোয়েন্টিতে ছোট দল বড় দল বলে কথা নেই। তাই যে যত কম ভুল করবে তাদেরই জয়ের সম্ভবনা বেশি থাকবে।’
অ্যাকশন শুধরে, আইসিসি’র বোলিং ছাড়পত্র পেয়ে নিজেকে মেলে ধরছেন, তার কারনটা জানিয়েছেন আরাফাতÑ‘আগে আমার বলে স্কিড করত বেশি, পেস ভেরিয়েশন একটু কঠিন হতো। এখন আমি দুইটাই করতে পারি। আমার বল গ্রিপও করছে টার্নও করছে, বাউন্স করছে।’
এদিকে ৬ ম্যাচের ৪টিতে হেরে যাওয়ায় কঠিন পরীক্ষার মুখে এখন রাজশাহী কিংস। জয়ের খুব কাছাকাছি এসে একটার পর একটা ম্যাচ হাতছাড়া করার খবর জানেন দলের সঙ্গে সদ্য যুক্ত হওয়া জেমস ফ্রাঙ্কলিন। আসরের বাজির ঘোড়া রংপুর রাইডার্সের বিপক্ষে জিতে ঘুরে দাঁড়াতে হবে, সেই অভীষ্ঠ লক্ষ্যের কথাই জানিয়েছেন এই কিউই অল রাউন্ডারÑ‘টুর্নামেন্ট মাত্র মাঝামাঝি পর্যায়ে এসেছে, এখনও ৬টি ম্যাচ বাকি। এই সময়ের মাঝে অনেক কিছু করার সুযোগ আছে। চট্টগ্রামে আমাদের শেষ ম্যাচেও আমার বড় স্কোর তাড়া করে জিতেছি। দলে দারুণ কিছু প্রতিভাবান ক্রিকেটার আছে, ভালো ফর্মেও আছে তারা। এবার আমাদের লড়াই টেবিলের শীর্ষ দলের বিপক্ষে। আমাদের সেরাটাই খেলতে হবে। প্লে অফে খেলতে হলে আমাদের শুধু তিন-চারটা ম্যাচ জিততে হবে, ব্যাস। এখানে একজন ক্রিকেটারের ১৫-২০ মিনিটেই বদলে যেতে পারে ম্যাচের ভাগ্য। আমাদের দলের সকলের মানসিকতায় জয় ছাড়া কিছুই নেই।’
দলের দুই তারকা ক্রিকেটার সাব্বির এবং সামিট প্যাটেলের দিকে তাকিয়ে ফ্রাঙ্কলিনÑ‘সাব্বির অসাধারণ। সামিট গত ম্যাচেও দূর্দান্ত খেলেছে। তাই আমি ব্যক্তিগত নৈপূন্যের দিকে সকলকে নজর দিতে বলবো। প্রত্যেকে নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে যে কোন দলকেই হারানো সম্ভব।’
এদিকে বরিশাল বুলসের বিপক্ষে ফিরতি ম্যাচও জিততে চায় খুলনা টাইটান্স। দলের পাকিস্তানী পেস বোলার জুনায়েদ খান সে লক্ষ্যের কথাই জানিয়েছেনÑ‘আমরা খুবই ইতিবাচক। শুধু জয়ের কথাই ভাবছি। শেষ ম্যাচ হারলেও আমরা এখনো আশাবাদী। সবাই ইতিবাচকভাবেই ভাবছে। আশা করি পরের ম্যাচে জয়ে ফিরতে পারব।’ দলের মূল শক্তি বোলিং কম্বিনেশন। এখানেই ভরসা পাচ্ছেন জুনায়েদÑ‘আমাদের বোলিং কম্বিনেশন ভালো। কুপার, মোশাররফ এবং আমি মিলে ভালোই হচ্ছে। সব বোলারই উন্নতি করছে। আশা করি এই ধারা অব্যাহত থাকবে।’
এদিকে ঢাকা পর্বের দারুন পারফরমেন্স চট্টগ্রামে বিসর্জন দেয়ায় ঢাকায় ফিরে নুতন করে স্বপ্ন দেখছে বরিশাল বুলস। ৭ ম্যাচে ৩ জয়ে কঠিন হয়ে পড়া শেষ চারের ঠিকানা খুঁজে নিতে ছন্দে ফেরার কথাই ভাবছেন দলটির টপ অর্ডার শাহরিয়ার নাফিসÑ‘চট্টগ্রাম পর্বটা যে রকম আশা করেছিলাম সে রকম হয়নি। তাই ছন্দ ফিরে পেতে এই ম্যাচটিতে জয় দরকার। চট্টগ্রামে আমরা যে ভুল গুলো করেছি সেগুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছি, তো আশা করছি আগামীকালের ম্যাচে চট্টগ্রাম পর্বে যে ভুলগুলো করেছি সেগুলো কাটিয়ে জিতার মাধ্যমে ঢাকা পর্ব শুরু করা।’
পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়
দল ম্যাচ জয় হার টাই/পরি পয়েন্ট নে.রা.রে.
রংপুর ৬ ৫ ১ ০/০ ১০ +০.৭৫৭
খুলনা ৭ ৫ ২ ০/০ ১০ -০.২৮২
ঢাকা ৭ ৪ ৩ ০/০ ৮ +০.৯৮৩
চিটাগাং ৮ ৪ ৪ ০/০ ৮ +০.৪১৪
বরিশাল ৭ ৩ ৪ ০/০ ৬ -০.৮৮৪
রাজশাহী ৬ ২ ৪ ০/০ ৪ -০.৩২৭
কুমিল্লা ৭ ১ ৬ ০/০ ২ -০.৬৫৫
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।