Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

১৬ বছরের মামলায় জিতলেন ৬৪ বছরে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২২, ১২:০৯ এএম

১৬ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে মার্কিন কমেডিয়ান বিল কসবির বিরুদ্ধে ১৯৭৫ সালে। সেই ঘটনায় মামলাও দায়ের হয়েছিল। আর সেই মামলায় নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ৫ লাখ ডলার ক্ষতিপূরণের রায় দিয়েছে বিল কসবির বিরুদ্ধে। এদিকে, ১৬ বছর বয়সে নিপীড়নের শিকার ওই কিশোরীর বয়স ৬৪ বছর এখন। নাম জুডি হুথ। মামলাটি করেছিলেন তিনি ২০১৪ সালে। মামলার অভিযোগপত্রে বলা হয়, ১৯৭৫ সালে তাকে এবং তার এক বন্ধুকে লস এঞ্জেলেসের প্লেবয় ম্যানশনে দাওয়াত দিয়েছিলেন কসবি। ফ্যামিলি কমেডি শো-তে জনপ্রিয়তার সুবাদে ‘অ্যামেরিকা’স ড্যাড হয়ে ওঠা কসবির বয়স তখন ৩৭ বছর আর জুডির মাত্র ১৬। ওই বয়সে একজন প্রিয় তারকা অভিনেতার যৌন নিপীড়নের শিকার হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন জুডি। ধীরে ধীরে তা সামলে নিয়ে ঘটনাটি প্রায় ভুলেও গিয়েছিলেন। কিন্তু প্রায় ছয় দশক পর কসবির বিরুদ্ধে একে একে অনেক অভিযোগের খবর গণমাধ্যমে আসায় নিপীড়নের অভিজ্ঞতা আবার মনে পড়ে যায়। আদালতকে জুডি রুথ জানান, এক সময় ট্রমার পর্যায়ে চলে গিয়েছিল ব্যাপারটা। তাই ২০১৪ সালে সুবিচারের আশায় মামলা করেন। টানা সাত বছরের আইনি লড়াই শেষে অবশেষে রায় পেয়েছেন জুডি। রায়ের পর জুডি বলেছেন, ব্যাপারটা (সাত বছর ধরে মামলা চালিয়ে যাওয়ার) ছিল রীতিমতো নির্যাতনের মতো। তবে শেষ পর্যন্ত যে রায়টা পেয়েছি তা আমার কাছে বিশাল এক জয়ের মতো। রায়ের সময় বিল কসবি আদালতে ছিলেন না। তার আইনজীবী জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন। এ পর্যন্ত অন্তত ৫০ জন নারী যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন বিল কসবির বিরুদ্ধে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় পাঁচ দশক ধরে বিভিন্ন কৌশলে নারীদের ঘনিষ্ঠ হয়ে যৌন লালসা চরিতার্থ করেছেন কসবি। আল-জাজিরা, ডয়েচে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ