মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে সউদি আরব। আজ মঙ্গলবার (২১ জুন) ঢাকার সউদী দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির পক্ষ থেকে এ অভিনন্দন জানান রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।
সউদী আরব রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও সউদী আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে চলেছে। গত ৫ বছরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। রাষ্ট্রদূত জানান, মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের সম্মানিত তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বাংলাদেশকে ৫০ টন খেজুর উপহার দিয়েছেন। এসব খেজুর বিতরণে বন্যাদুর্গত এলাকাকে প্রাধান্য দেওয়া হবে।সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধির কাছে ৫০ টন খেজুর হস্তান্তর করেন রাষ্ট্রদূত।
সউদী রাষ্ট্রদূত জানান, বাংলাদেশকে ত্রাণ প্রচেষ্টায় সহায়তার লক্ষ্যে সউদী বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের মাধ্যমে সীমিত আয়ের বহু মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করছে। ২০১৬ সাল থেকে স্বেচ্ছাসেবী কর্মসূচির আওতায় স্বাস্থ্য, পানি ও পরিবেশগত স্যানিটেশন, খাদ্য ও কৃষি নিরাপত্তা, আশ্রয়, খাদ্য সামগ্রী এবং অন্যান্য অনেক ক্ষেত্রে ৫০টিরও বেশি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। গত ৫ মাসে ৬ লাখ কর্মী সউদী আরবে গেছেন বলেও জানান রাষ্ট্রদূত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।