Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়া কাপে রোমানাদের লক্ষ্য ফাইনাল

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

২০১০ সালে গুয়াংজু এবং ২০১৪ সালে ইনচন এশিয়ান গেমসের উপর্যুপরি ২ আসরের রৌপ্য পদক জয়ে দেশকে দারুণ সুখবর দিয়েছে বাংলাদেশ নারী দল। আইসিসি ওম্যান্স টি-২০ ওয়ার্ল্ড কাপের বাধা পেরিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল টানা ৩টি টি-২০ বিশ্বকাপের মূল পর্বে খেলেছে। এবার  বাংলাদেশ নারী ক্রিকেট দল আগামীকাল থেকে থাইল্যান্ডে অনুষ্ঠেয়  এশিয়া ওম্যান্স  কাপ টি-২০তেও  দারুণ সুখবর দিতে চায় দেশবাসীকে। লক্ষ্য বাংলাদেশ নারী দলের ফাইনাল। এশিয়ান গেমসের ইতোপূর্বের ২ আসরে ভারতের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। তবে এশিয়ান ওম্যান্স কাপে উদ্বোধনী ম্যাচেই আসরের ফেভারিট ভারতকে পাচ্ছে বাংলাদেশ নারী দল।  থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাওয়ার আগে সে লক্ষ্যের কথাই শুনিয়েছেন বাংলাদেশ নারী দলের নুতন অধিনায়ক রোমানা আহমেদÑ‘ এবার আমাদের মূল লক্ষ্য ভারতকে হারানো। ভারতকে হারিয়ে অঘটন ঘটিয়ে  ফাইনালে খেলতে চাই।’
এশিয়া ওম্যান্স টি-২০কে সামনে রেখে নিবিড় অনুশীলন করেছে বাংলাদেশ নারী দল। নুতন ইংলিশ কোচ ডেভিড ক্যাপেল গত ১৫ অক্টোবরে দলের সঙ্গে যোগ দিয়ে দেখিয়েছেন স্বপ্ন। গত ২৯ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত টানা ২০ দিন কক্সবাজারে আবাসিক ক্যাম্প করে সেখানে নিবিড় অনুশীলনে ফিটনেস বাড়িয়ে নিয়েছেন রোমানারা। অনুশীলনে দলটি গুরুত্ব দিয়েছে ব্যাটিং, সে কথাই জানিয়েছেন রোমানাÑ‘ অনুশীলনে ব্যাটিংয়ের ওপর বিশেষ জোর দিয়েছি। ৬-৭ জন ব্যাটার, আছে যারা ভালো ফর্মে আছেন। এই ফর্ম ধরে রাখতে পারলে আমি আশাবাদী ব্যাটিংয়ে আমাদের টিম অনেক ভালো করবে। ’
এই টুর্নামেন্টে বাংলাদেশ নারী দল ২৬ নভেম্বর ভারতের সঙ্গে, ২৮ নভেম্বর থাইল্যান্ডের বিপক্ষে, ২৯ নভেম্বর নেপালের বিপক্ষে, ৩০ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে এবং ৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে অবতীর্ণ হবে। ৬ জাতির এই টূর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ নারী দলের জন্য বিসিবি ইংল্যান্ডের সাবেক টেস্ট ক্রিকেটার এবং ইংল্যান্ড নারী দলের কোচ ডেভিড ক্যাপেলকে দিয়েছে নিয়োগ। হাই প্রোফাইল এই কোচের প্রস্তাবনায় জাহানারার পরিবর্তে দলের সেরা নারী ক্রিকেটার রোমানাকে অধিনায়ক মনোনীত করেছে বিসিবি। ওম্যান্স এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ নারী দলের প্রস্তুতিতে সন্তুষ্ট তিনিÑ‘ আমাদের প্রস্তুতি সন্তোষজনক। ব্যাটিংয়ে কিছু দুর্বলতা ছিল, এ জন্য আমরা অনুশীলনে সচেতনভাবেই ব্যাটিং নিয়ে বেশি কাজ করেছি। বিশেষ করে অনুশীলন ম্যাচে ব্যাটসম্যানরা রান করেছে, যেটা খুবই ভালো দিক। দলের ব্যাটাররা এখন অনেক শট খেলতে পারছে, তাদের স্বাধীনতা দেয়া হচ্ছে, যাতে করে চাপহীন ক্রিকেট খেলতে পারে। আমরা পার্টনারশিপ বড় করার ব্যাপারে জোর দিয়েছি।’
দলে দুটি পরিবর্তন হয়েছে। দুই হাতে বল করতে দক্ষ শায়লা শারমিন (দুই হাতেই বল করতে সক্ষম) এর সঙ্গে শারমিন সুলতানা দলে নুতন মুখ। দলে ফিরেছেন সাবেক অধিনায়ক সালমা খাতুন। এমন একটি দল নিয়ে দারুণ কিছুর স্বপ্ন দেখছে ওম্যান্স উইং।

১৫ সদস্যের বাংলাদেশ নারী দল
রোমানা আহমেদ (অধিনায়ক), জাহানারা আলম, ফারজানা হক, নিগার সুলতানা, রিতু মনি, খাদিজাতুল কুবরা, আয়েশা রহমান,নাহিদা আক্তার,জান্নাতুল ফেরদৌস,পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, শারমিন সুলতানা, সালমা খাতুন ও সুবহানা মুস্তারি।



 

Show all comments

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ