Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপালী ব্যাংক নারী ক্রিকেট দলের আরেকটি সাফল্য

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ভারতে অনুষ্ঠিত শ্রী অটল বিহারী বাজপেয়ী আন্তর্জাতিক টি-২০ তে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রূপালী ব্যাংক দল। গত ২০-২৪ নভেম্বর অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের অপর দুটি দল স্বাগতিক ভারত ও নেপাল। গতকাল দলটিকে দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্মাননা প্রদান করে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান। বিজয়ী খেলোয়াড়দের ব্যাংকের পক্ষ থেকে আর্থিক পুরস্কারও প্রদান করা হয়। এসময় তিনি নারী ক্রিকেটের উন্নয়নে রূপালী ব্যাংকের পৃষ্টপোষকতা অব্যহত রাখার ঘোষনা দেন। এর আগেও দলটি ২০১৪ সালে প্রথম বিভাগ মহিলা ক্রিকেটলিগ চ্যাম্পিয়ন, ২০১৫ ইন্ডিয়ার পাঞ্জাবে অনুষ্ঠিত খেলায় অপরাজিত চ্যাম্পিয়ন, ২০১৬ সালে প্রিমিয়ার ডিভিশন মহিলা লিগ চ্যাম্পিয়ন, ২০১৬ সালে থাইল্যান্ড মহিলা জাতীয় দলের সাথে অপরাজিত চ্যাম্পিয়ন এবং ২০১৮ সালে জয়পুরে অনুষ্ঠিত এশিয়ান মহিলা ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন এবং এবছরই দিল্লীতে অনুষ্ঠিত কুইন্স ইলেভেন কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ