Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়েদের মধ্যে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির নতুন রেকর্ড অ্যামির

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২১, ১০:৫৫ পিএম

মেয়েদের ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার নতুন রেকর্ড গড়েছেন আয়ারল্যান্ডের অ্যামি হান্টার। নিজের ১৬তম জন্মদিনের দিনই নতুন বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

আজ সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে খেলতে নামে আয়ারল্যান্ড। ম্যাচটিতে ১২৭ বল খেলে ১২১ রান করেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে এ সিরিজটিতেই ওয়ানডে অভিষেক হয় তার।

এর আগে মেয়েদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডটি ছিল ভারতের মিতালি রাজের দখলে। মিথালি ১৯৯৯ সালে নিজের অভিষেক ম্যাচে ১১৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। তখন তার বয়স ছিল ১৬ বছর ২০৫ দিন। অ্যামি মিতালি চেয়ে ২০৫ দিন কম বয়সেই সেঞ্চুরি তুলে নিয়ে ২২ বছর আগে করা রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ