নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
যে দলটির মালিকানা বদলের গুঞ্জন ভেসে বেড়িয়েছে চট্টগ্রামে, সেই চট্টগ্রামেই বিজয় পতাকা উড়েছে চিটাগাং ভাইকিংসের। এক মোহাম্মদ নবীতে বদলে গেছে চিটাগাং ভাইকিংস। ঢাকায় ৪ ম্যাচে ৩ হারে বিপর্যস্ত দলটি হোম গ্রাউন্ডে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বন্দরনগরীতে ৪ ম্যাচের তিনটিতে জিতে এখন শেষ চারের স্বপ্ন দেখছে চিটাগাং ভাইকিংস। তবে ঘরের ছেলে তামীম নন, চিটাগাং ভাইকিংসের সাফল্যের নেপথ্যে আফগান অল রাউন্ডার মোহাম্মদ নবী। আসরের সর্বোচ্চ ১৮৩ চেজ করে খুলনা টাইটান্সের বিপক্ষে জিতেছে চিটাগাং ভাইকিংস স্লগে এই আফগানের ব্যাটিং ঝড়ে। অল রাউন্ড পারফরমেন্সে চট্টগ্রামের ৪ জয়ে ৩টিতে ম্যান অব দ্য ম্যাচ তিনি। ১৯৬ রানের ( ৪৯.০০) পাশে আসরের সর্বোচ্চ ১৪ উইকেট এই আফগান অফ স্পিনারের। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে চিটাগাং ভাইকিংস হেসেছে তার টুয়েন্টি-২০ ক্যারিয়ার সেরা বোলিংয়ে (৪/২৪) ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে তার বোলিং (৩/১৮) চিটাগাংয়ের ম্যাচ জয়ের পথ করেছে সুগম। রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছে নবীর ৩৭ বলে ৮৭ রানের টর্নেডো ইনিংস। চট্টগ্রামের শেষ ম্যাচে তার বোলিংয়ে (৩/১৬) ছিন্ন ভিন্ন হয়েছে বরিশাল।
ঢাকায় এসেই দলটি পাচ্ছে টি-২০ সেনসেশন ক্রিস গেইলকে। চট্টগ্রাম থেকে উজ্জীবিত দলটি ঢাকায় তাই দারুণ কিছুর স্বপ্ন দেখছে। দলটির আফগান অল রাউন্ডার নবীর কণ্ঠে সেই প্রত্যয়Ñ‘‘টানা তিন জয় দল এবং খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াবে। যা ঢাকায় পরবর্তী ম্যাচে কাজে দেবে। আমরা সামনের দিকে তাকিয়ে আছি। আশা করি ভালো অবস্থানে থেকেই সেরা চারে যেতে পারব।’ শেষ ম্যাচে চিটাগাং কিংসের জয়ের আর এক নায়ক শোয়েব মালিক চট্টগ্রামের দর্শকদের দিয়েছেন ধন্যবাদÑ‘ দর্শকদের অনেক ধন্যবাদ, তারা এসে সমর্থন দিয়েছেন। এটা অনেক বড় ব্যাপার।’
হোম গ্রাউন্ডের পুরো সমর্থন আদায় করে নিয়ে টানা তিন জয়ে এখন ঢাকায় সে সাফল্যের ধারাবাহিকতা প্রত্যাশা করছেন চিটাগং ভাইকিংস অধিনায়ক তামীম। তার চাওয়া একটাই, ঢাকায়ও সমর্থনÑ ‘চট্টগ্রামে অনেক সমর্থন পেয়েছি দর্শকদের কাছ থেকে। এটা দারুণ ব্যাপার ছিল। আশা করছি ঢাকাতেও এভাবে দর্শকদের সমর্থন পাব।’
চট্টগ্রামে ধুম ধাড়াক্কা ব্যাটিং, দর্শক উপস্থিতি বিনোদন পিপাসুদের বিনোদন মিটিয়েছে। এখন ঢাকায় তার প্রতিফলন আশা করছে বিসিবি। ঢাকা পর্বে সর্বোচ্চ রানে উদ্দীপ্ত ঢাকা ডায়নামাইটসের ওপেনার মেহেদী মারুফ চট্টগ্রাম পর্ব শেষেও সর্বোচ্চ রান সংগ্রাহক ( ৭ ম্যাচে ২৪৪ রান)। তার পেছনে ছুটছেন বরিশাল বুলস অধিনায়ক মুশফিকুর ( ২৩৬ রান)। বোলিংয়ে নবী এবং শহীদের (১৪ উইকেট) সঙ্গে লড়াইটা জমে উঠেছে শফিউলের ( ১৩ উইকেট)।
চট্টগ্রাম পর্ব শেষে বিপিএল
পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় হার টাই/ড্র পয়েন্ট নে.রা.রে.
রংপুর রাইডার্স ৬ ৫ ১ ০/০ ১০ +০.৭৫৭
খুলনা টাইটান্স ৭ ৫ ২ ০/০ ১০ -০.২৮২
ঢাকা ডায়নামাইটস ৭ ৪ ৩ ০/০ ৮ +০.৯৮৩
চিটাগাং ভাইকিংস ৮ ৪ ৪ ০/০ ৮ +০.৪১৪
বরিশাল বুলস ৭ ৩ ৪ ০/০ ৬ -০.৮৮৪
রাজশাহী কিংস ৬ ২ ৪ ০/০ ৪ -০.৩২৭
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭ ১ ৬ ০/০ ২ -০.৬৫৫
সেরা ৫
ব্যাটসম্যান ম্যাচ/ইনি. রান সর্বোচ্চ গড় স্ট্রাইক ১০০/৫০
মারুফ (ঢাকা) ৭/৭ ২৪৪ ৭৫* ৪০.৬৬ ১৫১.৫৫ ০/২
মুশফিক (বরিশাল) ৭/৭ ২৩৬ ৮১* ৫৯.০০ ১৪৪.৭৮ ০/২
শাহরিয়ার (বরিশাল) ৭/৭ ২২৫ ৬৫ ৩৭.৫০ ১২০.৩২ ০/৩
তামীম (চিটাগাং) ৮/৮ ২২৩ ৭৫ ২৭.৮৭ ১১২.৬২ ০/২
মুমিনুল (রাজশাহী) ৭/৬ ২১৬ ৬৪ ৩৬.০০ ১২২.০৩ ০/৩
বোলার ম্যাচ/ইনি. উইকেট সেরা গড় ইকো. ৪/৫
নবি (চিটাগাং) ৮/৮ ১৪ ৪/২৪ ১১.৮৫ ৬.১৪ ১/০
শহিদ (ঢাকা) ৭/৭ ১৪ ৩/২১ ১২.৯২ ৭.১৯ ০/০
শফিউল (খুলনা) ৭/৬ ১৩ ৪/১৭ ১০.৫৩ ৬.০৮ ২/০
আফ্রিদি (রংপুর) ৬/৬ ১১ ৪/১২ ১১.৩৬ ৫.৪৩ ১/০
জুনাইদ (খুলনা) ৭/৭ ১১ ৪/২৩ ১৪.৩৬ ৬.০৭ ১/০
সর্বোচ্চ দলীয়
ঢাকা ১৯৪/৫, প্রতিপক্ষ কুমিল্লা
বড় জয়
ঢাকা ও চিটাগাং ৭৮ রানে
সর্বোচ্চ ব্যক্তিগত
সাব্বির রুম্মান (রাজশাহী) ১২২
সর্বোচ্চ ছক্কা
সাব্বির (রাজশাহী) ও মারুফ (ঢাকা), ১৩টি
সেরা পার্টনারশিপ
মালান-শাহরিয়ার (বরিশাল) ১৫০
সেরা বোলিং
রাজু (রাজশাহী), ৪-০-২৮-৫
সর্বোচ্চ ডিসমিসাল
সাঙ্গাকারা (ঢাকা), ৭ ম্যাচে ১১টি
সর্বোচ্চ ক্যাচ
রনি (বরিশাল), ৬ ম্যাচে ৭টি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।