বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার পর থেকে সারাদেশে দোকান, বিপণি-বিতান, মার্কেট ও মুদি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা আজ থেকেই কার্যকর হবে। সরকারি এমন সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
করোনা মাহামারির কারণে দুই বছর লোকসান গুণতে হয়েছে তাদের। সেই ধাক্কা কাটাতে কিছুদিন আগে পুরোদমে ব্যবসা শুরু করলেও সরকারের নতুন সিদ্ধান্তে ব্যবসায়ী ও উদ্যোক্তারা ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন। সেজন্য ঈদের আগ পর্যন্ত সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা। তাও সম্ভব না হলে অন্তত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা চান ব্যবসায়ীরা।
গতকাল রোববার (১৯ জুন) সচিবালয়ে এক বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান জানান, রাত আটটার পর দোকানপাট বন্ধ রাখতে ১৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় একটি অনুশাসন দিয়েছিল। সেখানে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সারাদেশের দোকান, শপিংমল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, যা সোমবার থেকে কার্যকর করা হবে।’ তবে বেশ কিছু প্রতিষ্ঠান রাত আটটার পরও খোলা থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।