Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বজ্রপাতে দুই দিনে ২০ জনের প্রাণহানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২২, ৯:১৭ এএম

বজ্রপাতে গত বৃহস্পতিবার ও শুক্রবার দেশের বিভিন্ন স্থানে কমপক্ষে ২০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে দেখা গেছে, বজ্রপাতে ময়মনসিংহ বিভাগ ও রাজশাহী বিভাগে সর্বোচ্চ ৮ জন করে প্রাণ হারিয়েছেন। রংপুরে প্রাণ হারিয়েছেন ২ জন। এছাড়া ঢাকা ও সিলেট বিভাগে একজন করে প্রাণ হারিয়েছেন।

ময়মনসিংহ বিভাগ : ময়মনসিংহ বিভাগে বজ্রপাতে শিশুসহ ৮ জনের প্রাণহানি হয়েছে। ময়মনসিংহ জেলার সদর, নান্দাইল ও ধোবাউড়া উপজেলায় ৬ জন প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন-বাক্কার (৪০), জাহাঙ্গীর আলম (৩০), আবু সাঈদ (৩০), সাঈদ মিয়া (১২), স্বাধীন মিয়া (১১) ও মো. শাওন (৮)।
জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে প্রাণ হারিয়েছে নবম শ্রেণির ছাত্র শাকিল মিয়া (১৪)। শেরপুরের নকলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন শওকত মিয়া (২৫)।
রাজশাহী বিভাগ : রাজশাহীর গোদাগাড়ী ও মোহনপুর উপজেলায় বজ্রপাতে প্রাণ গেছে দুজনের। রাজশাহীর গোদাগাড়ীতে বজ্রপাতে মারা গেছেন নাদিরা বেগম (৫৫) নামের এক নারী। আর রাজশাহীর মোহনপুরে ফুটবল খেলার সময় ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম রাব্বি।
সিরাজগঞ্জে পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর সিকিউরিটি গার্ডসহ দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের সয়দাবাদ শিল্পপার্ক এলাকার জাহাঙ্গীর আলম খানের ছেলে নাসির উদ্দিন ও দুর্গম চরাঞ্চল কাওয়াকোলা ইউনিয়নের বর্ণি এলাকার দরবেশ আলী মুন্সীর ছেলে রাজ্জাক মুন্সী।
বগুড়ায় বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। বগুড়ার আদমদীঘিতে বাড়ির পাশে মরিচ খেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে জহুরুল ইসলাম (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। বগুড়ার ধুনট উপজেলায় বজ্রপাতে তবজেল হোসেন (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বজ্রপাতে নাটোরের বাগাতিপাড়ার বাঁশবাড়িয়া ডিগ্রি কলেজের দর্শন বিভাগের এক শিক্ষক নিহত হয়েছেন। নিহত শিক্ষকের নাম আতাউর রহমান। তাঁর বাড়ি নাটোর সদরের কাফুরিয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকায়। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
নওগাঁর মান্দায় বজ্রপাতে নাঈম হোসেন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাঈম ওই গ্রামের ইয়াছিন আলীর ছেলে।
রংপুর বিভাগ : লালমনিরহাটের হাতীবান্ধায় নদীতে মাছ ধরতে গিয়ে আব্দুল মতিন (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সানিয়াজান ইউনিয়নের বলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল মতিন উপজেলার সানিয়াজান ইউনিয়নের সুন্দর গ্রামের মৃত নূর ইসলামের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
দিনাজপুরের পার্বতীপুরে বজ্রপাতে এসমোতারা (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যার আগে উপজেলার মোমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঢাকা বিভাগ : ছুটির দিনে খেলার মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সজীব সরকার (১৯)। আজ শুক্রবার ঢাকার কেরানীগঞ্জ লাকিরচর এলাকায় স্থানীয় খেলার মাঠে এ দুর্ঘটনা ঘটে।
সিলেট বিভাগ : কানাইঘাটের সাতবাঁক ইউনিয়নের জয়পুর নয়াগ্রামে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন নয়াঠাকুরেরমাটি গ্রামের নাজির উদ্দিনের ছেলে আলমাছ উদ্দিন (৩০)। আজ শুক্রবার তাঁর মরদেহ উদ্ধার হয়। স্থানীয় গ্রামবাসীর ধারণা বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বজ্রপাত

১৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ